শেষ আপডেট: 20 March 2024 11:29
দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে হানা দিল আয়কর দফতর। বুধবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ আধিকারিকরা স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাড়িতে পৌঁছন। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গোটা বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। বাড়িতে তল্লাশি চলছে বলে খবর।
কলকাতার আরও পাঁচ জায়গায় তল্লাশি চলছে আজ। ইডেন রিয়েল এস্টেট ও মাল্টিকন রিয়েল এস্টেটের বিভিন্ন ঠিকানাতে চলছে আয়কর তল্লাশি।
বুধবার সকাল থেকে কলকাতার নানা জায়গায় তল্লাশি শুরু করেছেন আয়কর দফতরের কর্তারা। প্রথমে নিউ আলিপুরে স্বরূপ বিশ্বাসের বাড়িতে যান তাঁরা। গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। স্বরূপের বাড়িতে কেন তল্লাশি চালানো হচ্ছে তার কারণ এখনও জানা যায়নি। স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে নানা নথিপত্র সংগ্রহের চেষ্টা চলছে বলে খবর।
মন্ত্রীর বাড়ির সামনে তৃণমূলের কর্মী-সমর্থকদের ভিড় রয়েছে। এলাকার ওয়ার্ড অফিসের বাইরেও মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, বাড়ির ভিতরে স্বরূপ বিশ্বাস ও তাঁর স্ত্রী জুঁই বিশ্বাসের সঙ্গে কথা বলছেন আয়কর আধিকারিকরা। তাঁদের আয়কর রিটার্নে বেশ কিছু গরমিল রয়েছে বলে প্রাথমিকভাবে আয়কর দফতর সূত্রে জানা যাচ্ছে। স্বরূপ বিশ্বাস এলাকার দাপুটে তৃণমূল নেতা। যাতে কোনও অপ্রীতিকর অবস্থা তৈরি না হয় তাই গোটা এলাকায় টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
আয়কর দফতর জানিয়েছে, বেহালার পর্ণশ্রী এলাকার কয়েকটি জায়গাতেও তল্লাশি চলছে। ‘ইডেন রিয়েল এস্টেট’ এবং ‘মাল্টিকন রিয়েল এস্টেট’ নামের দুটি সংস্থার উচ্চপদস্থ আধিকারিকদের বাড়িতেও হানা দিয়েছেন আয়কর দফতরের অফিসাররা। এই দুটি সংস্থার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। ওই দুই সংস্থার বিরুদ্ধে তদন্ত চলছে বলে খবর।