শেষ আপডেট: 8th March 2025 17:44
দ্য ওয়াল ব্যুরো: নারী দিবসের (Womens Day) দিন মারাত্মক ঘটনা খাস কলকাতায় (Kolkata)। নিজের ১৫ বছরের মেয়েকে খুনের চেষ্টার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে! বাড়ির তিনতলার ব্যালকনি থেকে তাকে ধাক্কা মেরে ফেলে দেন তিনি বলে অভিযোগ। এই মুহূর্তে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকার। তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে যাদবপুর থানা এলাকার আনন্দপল্লিতে এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, এদিন দুপুরের কিছু পরে যাদবপুর থানায় একটি ফোন আসে। বলা হয়, এক ব্যক্তি একজন নাবালিকাকে তিন তলার বারান্দা থেকে ঠেলে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। তাঁকে পাঠানো হয় এম আর বাঙ্গুর হাসপাতালে।
স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তির নাম চিন্ময় গোপ। তাঁর প্রতিবেশীরাই পুলিশে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে। সেই প্রেক্ষিতেই মেয়ের খুনের চেষ্টার দায়ে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। কিন্তু কেন তিনি এই ঘটনা ঘটালেন তা স্পষ্ট নয় পুলিশের কাছে। প্রতিবেশীরাও সেভাবে কিছু বলতে পারছেন না।
এদিকে অনেকে মনে করছেন এটি দুর্ঘটনা হতে পারে। মেয়েটি হয়তো ব্যালকনি থেকে অসাবধানতাবশতঃ পড়ে গেছিল আর সেই সময়ে উপস্থিত ছিলেন বাবা। যদিও কোনও কিছুরই পোক্ত প্রমাণ এখনও পায়নি পুলিশ। তদন্ত চলছে। পুলিশি জেরায় কী উঠে আসে, এখন সেটাই দেখার।