ডোরিনা ক্রসিং বদলে অভয়া
শেষ আপডেট: 26 December 2024 16:44
দ্য ওয়াল ব্যুরো: ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে আরজি করের নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর নামে অভয়া ক্রসিং করার দাবি জানিয়েছিল ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। তার পরপরই দেখা যাচ্ছে গুগল ম্যাপে ডোরিনা ক্রসিং নাম দিয়ে সার্চ করলে সেই জায়গা দেখাচ্ছে না। বরং 'অভয়া ক্রসিং' দিলে লোকেশন আসছে।
প্রশ্ন উঠছে, সরকারের অনুমতি ছাড়াই কী করে কলকাতার রাস্তার নাম বদলে দিল গুগল? ব্রিটিশ সময় থেকে চলে আসা শহর কলকাতার প্রাণকেন্দ্র ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে দিল গুগল।
ডাক্তারদের তরফ থেকে গুগলের কাছে আবেদন করা হলে গুগল এ ব্যাপারে সম্মতি জানায় বলে খবর। তারপরই দেখা গেল ডাক্তারদের কথাকে মান্যতা দিল সংস্থা। ডোরিনা ক্রসিং নাম বদলে করা হল অভয়া ক্রসিং।
বুধবার বড়দিনের দিন এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ পন্থ এবং কলকাতার মহা নাগরিক ফিরহাদ হাকিমকে চিঠি দেয় চিকিৎসক সংগঠন। ই-মেলের মাধ্যমে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের কাছেও এই আহ্বান জানায় তারা।
বস্তুত, কলকাতার বিভিন্ন সভা সমাবেশ হয়ে থাকে এই ডোরিনা ক্রসিংয়ে। তাই আরজি করের নির্যাতিতার স্মৃতিতে ডোরিনা ক্রসংয়ের নাম পরিবর্তনের দাবি তুলেছেন চিকিৎসকরা।
আরজি কর কাণ্ডে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দাবিতে এবং, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদে আদালত থেকে অনুমতি নিয়ে গত ২০ ডিসেম্বর থেকে ডোরিনা ক্রসিংয়ের অদূরে ধর্না অবস্থানে বসে ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। ওই মঞ্চ থেকেই এই দাবি জানিয়েছেন তাঁরা।