শেষ আপডেট: 7th March 2025 21:35
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের কার্য পদ্ধতিতে বড়সড় বদল আসতে চলেছে। এখন থেকে যে কোনও মামলার শুনানি ডিভিশন বেঞ্চে হবে না। নির্দিষ্ট মামলার শুনানিই সেই বেঞ্চে হবে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে জারি হয়েছে বিজ্ঞপ্তি।
এতদিন হাইকোর্টে সমস্ত জামিন, আগাম জামিন ও জামিন বাতিল সংক্রান্ত মামলার শুনানি হত ডিভিশন বেঞ্চে। এবার সেই নিয়মেই বদল ঘটবে। এখন থেকে ডিভিশন বেঞ্চে আর জামিন সংক্রান্ত মামলার শুনানি হবে না।
এতদিন কলকাতা হাইকোর্টের বিচারপ্রক্রিয়া সংক্রান্ত রুল ৯(২)-এ অনুযায়ী, ডিভিশন বেঞ্চে এই ধরনের মামলাগুলির শুনানি হত। এবার এই ধরনের মামলাগুলির শুনানি হবে সিঙ্গল বেঞ্চে। আদালতের রেজিস্ট্রারের জারি করা এক বিজ্ঞপ্তিতে এমনটাই উল্লেখ করা হয়েছে।
তবে ওই বিজ্ঞপ্তি অনুযায়ী মৃত্যুদণ্ড ও ন্যূনতম সাত বছরের সাজাপ্রাপ্তরা নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে সেই মামলার শুনানি হবে ডিভিশন বেঞ্চেই। এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাবজ্জীবন সাজা থেকে মুক্তি সংক্রান্ত মামলারও শুনানি হবে ডিভিশন বেঞ্চে।