ব্রায়ান অ্যাডামসের কনসার্টে নাচ ইমনের
শেষ আপডেট: 10th December 2024 11:08
দ্য ওয়াল ব্যুরো: রাজারহাটের কনসার্টে ইমন চক্রবর্তীকে বাংলা গানের বদলে হিন্দি গাইতে বলায়, তিনি জোর গলায় তার প্রতিবাদ জানিয়েছিলেন। এবার কলকাতায় ব্রায়ান অ্যাডামসের কনসার্টে যেতেই তাঁকে পড়তে হল সমালোচনার মুখে।
ঘটনা হল, রাজারহাট কনসার্টে ইমন যখন পারফর্ম করছেন, তখন হঠাৎই কেউ তাঁকে বাংলা গান না গাওয়ার অনুরোধ করেন। তা শুনতেই ক্ষোভে ফেটে পড়েন গায়িকা। উত্তরে তিনি বলেন, 'হঠাৎই এমন জোরের সঙ্গে বলা যে আমি বাংলা গান শুনব না, এটা অন্য কোনও জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত। এমনটা হতে পারে না। সবচেয়ে অবাক ব্যপার বাংলায় থাকছ। বাংলায় রোজগার করছ। বাংলা গান শুনবেনা বলছ?'
এর পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় রাজারহাটের ওই অনুষ্ঠানের ভিডিও। সেই ঘটনার কিছু দিন যেতে না যেতেই ৮ ডিসেম্বর ব্রায়ান অ্যাডামসের কলকাতা কনসার্টে যান ইমন চক্রবর্তী। সেখানে ব্রায়ানের গানের সুরে নাচতে দেখা যায় তাঁকে। আর ওই ভিডিও প্রকাশ্যে আসতেই ট্রোল করা হল ইমনকে।
ভিডিওর কমেন্টে একজন লেখেন, 'বাংলা গানে কোমর দোলে না তার জন্য ইংলিশ লাগে। আর হিন্দি গান করতে বললে আপনার ইজ্জতে লাগে। ব্রায়ানদা কেমন গাইলেন? এটা কি পরাণ যায় জ্বলিয়া গাইছেন?'
আবার আরও একজন কটাক্ষ করে লেখেন, 'কোথায় গেল আপনার প্রতিবাদ? লোককে জ্ঞান দেওয়ার বেলায় আছেন। এদিকে নিজেই...'
ইমন যাতে ব্রায়ান অ্যাডামসকে বাংলা গান করার অনুরোধ করেন, সেই ব্যাঙ্গও করেন কেউ কেউ। বলেন, 'নইলে বলুন চুলের মুঠি ধরে বের করে দেব।'
প্রসঙ্গত, রাজারহাটের অনুষ্ঠানের পর দ্য ওয়ালকে ইমন জানিয়েছিলেন, 'আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি। এমনকী দক্ষিণ ভারতেও। খেয়াল করেছি সেখানকার মানুষ নিজেদের ভাষা ছাড়া অন্য ভাষাতে কথাও বলেন না। কিন্তু বাঙালীরা সব ভাষাকেই আপন করে নেয়। তাই বলে এমন নয় যে, নিজের ভাষার প্রতি সম্মান থাকবে না। আমি মনে করে আমি বাংলায় বড় হয়েছি। এখানেই থাকি। আজ আমি যা হয়েছি, সবটাই বাংলার জন্যই হয়েছি। সেখানে আমি এই অসম্মানটা একেবারেই মেনে নিতে পারি না। আগামী দিনেও যদি কেউ আমার সঙ্গে এই ধরনের আচরণ করেন, আমি মেনে নেব না। তার প্রতিবাদ জানাবো। তাতে যদি আমার কাছে কোনও শো না আসে, আমার কোনও দুঃখ নেই।'