শেষ আপডেট: 22nd September 2024 16:27
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে নাম জড়ানোর অভিযোগ! রবিবার আইএমএ-র রাজ্য শাখার নির্বাচনের প্রস্তুতি বৈঠক থেকে ৩ চিকিৎসককে বের করে দেওয়া হল। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এদিন পার্ক সার্কাসে মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বসে। সেখানেই এমন দৃশ্য সামনে আসতেই হইচই শুরু হয়ে গিয়েছে।
চরম বিক্ষোভের মুখে পড়ে শেষমেশ তিন চিকিৎসক তাপস চক্রবর্তী, জয়া মজুমদার ও প্রিয়াঙ্কা রানা বৈঠকে যোগ না দিয়েই বেরিয়ে গিয়েছেন বলে অভিযোগ। সুত্রের খবর, এদিন দুপুরে আইএমএ-র রাজ্য শাখার নির্বাচনের প্রস্তুতি বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। বৈঠকে তাপস, জয়া ও কৃষ্ণা পৌঁছতেই রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।
তাপস চক্রবর্তী আইএমএ-র মালদহ শাখার সভাপতি ছিলেন। যাকে আরজি কর কাণ্ডে ইতিমধ্যে পদ থেকে বরখাস্ত করা হয়েছে। এদিন তিনি কলকাতার বৈঠকে যোগ দিতে এলে তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান ওঠে। পাশাপাশি বিক্ষোভের মুখে পড়তে হয় কল্যাণী গান্ধী মেমোরিয়ালের চিকিৎসক জয়া মজুমদার এবং বিরূপাক্ষ বিশ্বাসের বন্ধু প্রিয়াঙ্কা রানাকে। পরিস্থিতি চরমে পৌঁছতেই বৈঠকে যোগ না দিয়েই পালাতে বাধ্য হন তাঁরা। উল্লেখ্য, বহিষ্কৃত এই ৩ চিকিৎসকই উত্তরবঙ্গ লবির সঙ্গে যুক্ত।
তবে এদিন আইএমএ-র রাজ্য সম্পাদক শান্তনু সেন বিক্ষোভকারীদের বারবার অনুরোধ করলেও লাভ হয়নি। এদিন স্লোগান, পাল্টা স্লোগান, গালিগালাজে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরিস্থিতি বেগতিক বুঝে রীতিমতো শান্তনু সেন হাতজোড় করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু উল্টে বিক্ষোভকারীরা শান্তনুর কোনও কথাই শুনতে চাননি বলে অভিযোগ।