শেষ আপডেট: 26th March 2025 18:09
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুরের ক্যাম্পাসে (Jadavpur University) দেবী সরস্বতীর প্রবেশ নিষিদ্ধ হলেও, ইফতার পার্টির (Iftar Party) আয়োজন হচ্ছে। হিন্দু বিরোধী মতাদর্শে বাম এবং তৃণমূল একজোট হয়েছে বলে দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।
সুকান্তের দাবি, বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর কথা উঠলে তখন ধর্মীয় মেরুকরণের অভিযোগ ওঠে। আর এই সব (ইফতার) ক্ষেত্রে ছদ্ম ধর্মনিরেপক্ষতা। এক্স হ্যান্ডেলে এই মর্মে পোস্ট করে রাজ্য বিজেপি সভাপতি লেখেন, "এটাই লিবারাল বামপন্থীদের মুক্তচিন্তার অন্যতম প্রাণকেন্দ্র যাদবপুর! বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যেখানে বাগদেবী মা সরস্বতীর আরাধনার কথা হলে ধর্মীয় মেরুকরণের অভিযোগ ওঠানো সিউডো-সেকুলারদের ভ্রু কুঞ্চিত হয়, কিন্তু এসব কেবলই ধর্মনিরপেক্ষতা মাত্র!"
তিনি আরও লেখেন, "সম্প্রতি বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত হওয়া তৃণমূলপন্থীদের কাছেও বাড়তি অক্সিজেন! সনাতন হিন্দু বিরোধী মতাদর্শ অক্ষুণ্ণ রেখে বাম-তৃণমূল অজৈব জোটের শান্তিপূর্ণ সহাবস্থানে দেবী সরস্বতীর প্রবেশ নিষিদ্ধ কিন্তু এসবে মুখে কুলুপ!"
অবশ্য পাল্টা ঠেস দিতে ছাড়েনি তৃণমূলও। যুক্তি দিয়ে বলা হয়েছে, বাংলা সব ধর্মের, সংস্কৃতির মানুষের! মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর সময় ঠিক যেমন মা দুর্গার চোখ আঁকেন, বাড়িতে কালীপুজো করেন, ঠিক একইভাবে ইদের সময় ইদ পরবও পালন করেন। আবার ২৫ ডিসেম্বরও চার্চে গিয়ে গডের কাছে মা-মাটি-মানুষের জন্য প্রার্থনা করেন।
সাফ জানিয়ে দেন, আমাদের সংবিধান সর্ব-ধর্ম সহিষ্ণুতার কথা বলে, সংবিধান বৈচিত্রের মধ্যে ঐক্যের কথা বলে। তাদের বিরোধিতা করে বিজেপি।