শেষ আপডেট: 11th October 2024 19:15
দ্য ওয়াল ব্যুরো: এও উৎসব। প্রতিবাদের উৎসব। সেই টের পাইয়ে দিচ্ছে ধর্মতলা। মহানবমীর ভিড় কাকে বলে দেখাচ্ছে জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চ।
এদিন দুপুর থেকে ভিড় বাড়ছে ধর্মতলায়। জুনিয়রদের পাশে দাঁড়াতে হাজির হয়েছেন সিনিয়র ডাক্তাররা। দূর দূর থেকে সাধারণ মানুষও সামিল হয়ে আত্মবিশ্বাস যোগাচ্ছেন অনশনকারীদের।
আন্দোলন তীব্র করতে শুক্রবার সন্ধ্যায় অনশনমঞ্চ সংলগ্ন অঞ্চলে মহাসমাবেশের ডাক দেয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। বামেরাও কর্মী সমর্থকদের কোনও রকম দলীয় পতাকা না নিয়েই সেখানে উপস্থিত থাকার অনুরোধ করেছে।
এসবের মধ্যেই ভিড়ের চাপ আরও বেড়ে যায়। যা পরিস্থিতি তাতে ডোরিনা ক্রসিং থেকে কেসি দাস পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। যেন অন্য রকম পুজো উদযাপন করছেন হাজার হাজার সাধারণ মানুষ। একসঙ্গে গাইছেন ‘আগুনের পরশমণি’।
প্রসঙ্গত, প্রতিবাদ মিছিল, বৈঠক, অবস্থানের পরে জুনিয়র ডাক্তাররা ধর্মতলায় আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। অনশন তুলতে জুনিয়র ডাক্তারদের দফায় দফায় চিঠি দিয়েছে কলকাতা পুলিশ। কিন্তু কাজ হয়নি কোনও। ১০ দফা দাবিতে প্রতিবাদ চলছেই। চলছে সাত জন চিকিৎসকের আমরণ অনশনও।
গতকাল, বৃহস্পতিবারই আরজি করের চিকিৎসক অনিকেত মাহাতোর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
দ্রুত দাবি না মিটলে আগামীদিনে গোটা দেশে চিকিৎসা পরিষেবা বনধের হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। রাজ্য প্রশাসনকে জুনিয়র ডাক্তারদের পাশে সহানুভূতিশীল হয়ে দাঁড়ানোর আর্জি জানিয়েছে সর্বভারতীয় চিকিৎসকদের সংগঠন।