শেষ আপডেট: 27th January 2025 15:39
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি এবং রাজ্যের শিক্ষার পরিকাঠামোর অবনতির অভিযোগ তুলে সোমবার বিকাশ ভবন অভিযান করেছিল এসএফআই। সেই অভিযান ঘিরে তুলকালাম বিকাশ ভবন চত্বরে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান এসএফআই কর্মী, সমর্থকরা। সংঘাতের জেরে অনেক কর্মীদের আটক করা হয়েছে।
তৃণমূল সরকার রাজ্যের শিক্ষাক্ষেত্রে কী কাজ করেছে এবং রাজ্যের শিক্ষামন্ত্রী তাঁর 'রিপোর্ট কার্ড'-এ কত নম্বর পেলেন তা প্রকাশ করেছিল সিপিআইএমের ছাত্র সংগঠন। দেখানো হয়েছিল, সবেতেই শূন্য পেয়েছেন শিক্ষামন্ত্রী। সেই রিপোর্ট কার্ড নিয়েই এদিন বিকাশ ভবন অভিযান করে এসএফআই। তবে ভবনের কাছাকাছি আসতেই পুলিশের সঙ্গে বচসা বাঁধে তাঁদের।
এসএফআই-এর তরফে দাবি করা হয়েছে, মহিলা সমর্থকদের মেরেছে পুরুষ পুলিশ। মহিলা কোনও পুলিশই সেই সময়ে ঘটনাস্থলে ছিল না। পাশাপাশি এও অভিযোগ, আটক করা তাঁদের এক সমর্থক অসুস্থ হয়ে গেলেও তাঁকে প্রিজন ভ্যান থেকে নামানো হয়নি। তাঁকে যতক্ষণ না ছাড়া হবে ততক্ষণ বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আন্দোলন ঠেকাতে গার্ডরেল ব্যবহার করেছে পুলিশ। টেনে-হিঁচড়ে সরানোর চেষ্টা হয়েছে তাঁদের।
এই পরিস্থিতির মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে কথাও বলে পুলিশ। তাঁদের প্রশ্ন করা হয়, সোমবারের কর্মসূচি নিয়ে পুলিশকে তাঁদের তরফে কোনও মেল বা চিঠি দেওয়া হয়েছিল কিনা। কারণ পুলিশের বক্তব্য, তাঁরা এমন কোনও মেল বা চিঠি পাননি আর এদিনের কর্মসূচির কোনও অনুমতিও দেননি তাঁরা। অভিযোগ তোলা হয়, এসএফআই কর্মী-সমর্থকরা নিয়ম লঙ্ঘন করেছেন।
সোমবার দুপুরে সল্টলেকের করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করেন এসএফআই কর্মী-সমর্থকরা। সেই মিছিল বিকাশ ভবনের সামনে পৌঁছলেই পরিস্থিতি বেগতিক হয়। পুলিশ আটকালে অনেক বিক্ষোভকারী রাস্তায় শুয়ে পড়েন। তাঁদের সরানোর চেষ্টা করে পুলিশ। পরে তাঁদের সকলকে আটক করে প্রিজন ভ্য়ানে তোলা হয়।