Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
HP Ghosh Hospital

প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ যত্নে এইচপি ঘোষ হাসপাতাল, নিয়ে এল ‘স্নেহবন্ধন কার্ড’

সল্টলেকে প্রবীণদের স্বাস্থ্যসেবায় নতুন দিশা, এইচপি ঘোষ হাসপাতালের ‘স্নেহবন্ধন কার্ড’। থাকছে অগ্রাধিকার পরিষেবা, বিশেষ ছাড় ও হোম কেয়ারের সুবিধা।

প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ যত্নে এইচপি ঘোষ হাসপাতাল, নিয়ে এল ‘স্নেহবন্ধন কার্ড’

এইচপি ঘোষ হাসপাতাল।

শেষ আপডেট: 15 June 2025 08:42

দ্য ওয়াল ব্যুরো: প্রবীণ নাগরিকদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এক অভিনব পদক্ষেপ করল সল্টলেকের এইচপি ঘোষ হাসপাতাল। ‘স্নেহবন্ধন কার্ড’ নামে এক বিশেষ সদস্য কার্ড চালু করেছে এই মাল্টি-স্পেশালিটি হাসপাতাল। এই কার্ডের মাধ্যমে ষাটোর্ধ্ব নাগরিকরা নানা রকম স্বাস্থ্য পরিষেবায় বিশেষ ছাড় ও সুবিধা পাবেন।

কী কী থাকছে এই কার্ডে?

  • নামমাত্র খরচে সদস্যপদ: আজীবনের জন্য রেজিস্ট্রেশন ফি এবং তিন বছরের মেয়াদের সদস্যপদ মিলবে মাত্র ৩০০ টাকায়।

  • স্বাস্থ্য পরিষেবায় অগ্রাধিকার: কার্ডধারীরা হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

  • হোম কেয়ার সুবিধা: হাসপাতালের তরফে একটি বিশেষ হোম কেয়ার টিম প্রতি মাসে একবার প্রবীণদের বাড়িতে গিয়ে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা করবে।

  • ফোনে চিকিৎসা পরামর্শ: ৫০০ টাকার বিনিময়ে মিলবে ফোনের মাধ্যমে ডাক্তারের সঙ্গে বিশেষ পরামর্শের সুযোগ।

  • বিনামূল্যে অ্যাম্বুল্যান্স: সল্টলেক এলাকার মধ্যে (৫ কিলোমিটার পর্যন্ত) জরুরি অ্যাম্বুল্যান্স পরিষেবা একেবারে বিনামূল্যে। ভবিষ্যতে এই পরিষেবা কলকাতার আরও বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

  • বিশেষ ছাড়:

    • আউটডোর চিকিৎসায় ২০% ছাড়

    • ইন্ডোর পরীক্ষায় ১৫% ছাড়

    • ওষুধ কেনায় ১০% ছাড় এবং হোম-ডেলিভারি একেবারে বিনামূল্যে

    • টিকাকরণে ৫% ছাড়

    • হেলথ চেক-আপ প্যাকেজ: বাড়িতে ৮৫০ টাকা, হাসপাতালে ১৫০০ টাকা

  • ডাক্তারি সহায়তা এবং পরিবহন: বিশেষ প্রয়োজনে রোগীকে বাড়ি থেকে হাসপাতালে এবং হাসপাতাল থেকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও থাকবে।

  • বাড়িতে গিয়ে কার্ড হস্তান্তর: এনরোলমেন্টের পর হাসপাতালের প্রতিনিধিরা প্রবীণদের বাড়িতে গিয়ে কার্ড হস্তান্তর করবেন।

উদ্বোধন ও অনুষ্ঠানের হাইলাইট

হাসপাতালের এই উদ্যোগের উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, যিনি হাসপাতালের এই উদ্যোগের প্রশংসা করেন। উপস্থিত ছিলেন হাসপাতালের সহযোগী পরিচালক ডা. সুপর্ণা সেনগুপ্ত এবং একাধিক বিশিষ্ট চিকিৎসক—ডা. দীপঙ্কর দেবনাথ, ডা. অংশুমান মুখোপাধ্যায়, ডা. সুমিত সেনগুপ্ত ও ডা. পিনাকী বন্দ্যোপাধ্যায়।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত সল্টলেক এলাকায় সীমাবদ্ধ এই পরিষেবা ভবিষ্যতে শহরের অন্যান্য অংশেও সম্প্রসারিত হবে।

এই উদ্যোগ প্রবীণ নাগরিকদের জন্য শুধু এক স্বাস্থ্য পরিষেবাই নয়, এক আশ্বাস— যে শহর তাঁদের ভুলে যায়নি। ‘স্নেহবন্ধন কার্ড’ যেন হয়ে উঠেছে বয়সের সঙ্গী, যত্নের প্রতিশ্রুতি।


ভিডিও স্টোরি