দ্য ওয়াল ব্যুরো: প্রবীণ নাগরিকদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এক অভিনব পদক্ষেপ করল সল্টলেকের এইচপি ঘোষ হাসপাতাল। ‘স্নেহবন্ধন কার্ড’ নামে এক বিশেষ সদস্য কার্ড চালু করেছে এই মাল্টি-স্পেশালিটি হাসপাতাল। এই কার্ডের মাধ্যমে ষাটোর্ধ্ব নাগরিকরা নানা রকম স্বাস্থ্য পরিষেবায় বিশেষ ছাড় ও সুবিধা পাবেন।
কী কী থাকছে এই কার্ডে?
নামমাত্র খরচে সদস্যপদ: আজীবনের জন্য রেজিস্ট্রেশন ফি এবং তিন বছরের মেয়াদের সদস্যপদ মিলবে মাত্র ৩০০ টাকায়।
স্বাস্থ্য পরিষেবায় অগ্রাধিকার: কার্ডধারীরা হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
হোম কেয়ার সুবিধা: হাসপাতালের তরফে একটি বিশেষ হোম কেয়ার টিম প্রতি মাসে একবার প্রবীণদের বাড়িতে গিয়ে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা করবে।
ফোনে চিকিৎসা পরামর্শ: ৫০০ টাকার বিনিময়ে মিলবে ফোনের মাধ্যমে ডাক্তারের সঙ্গে বিশেষ পরামর্শের সুযোগ।
বিনামূল্যে অ্যাম্বুল্যান্স: সল্টলেক এলাকার মধ্যে (৫ কিলোমিটার পর্যন্ত) জরুরি অ্যাম্বুল্যান্স পরিষেবা একেবারে বিনামূল্যে। ভবিষ্যতে এই পরিষেবা কলকাতার আরও বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিশেষ ছাড়:
আউটডোর চিকিৎসায় ২০% ছাড়
ইন্ডোর পরীক্ষায় ১৫% ছাড়
ওষুধ কেনায় ১০% ছাড় এবং হোম-ডেলিভারি একেবারে বিনামূল্যে
টিকাকরণে ৫% ছাড়
হেলথ চেক-আপ প্যাকেজ: বাড়িতে ৮৫০ টাকা, হাসপাতালে ১৫০০ টাকা
ডাক্তারি সহায়তা এবং পরিবহন: বিশেষ প্রয়োজনে রোগীকে বাড়ি থেকে হাসপাতালে এবং হাসপাতাল থেকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও থাকবে।
বাড়িতে গিয়ে কার্ড হস্তান্তর: এনরোলমেন্টের পর হাসপাতালের প্রতিনিধিরা প্রবীণদের বাড়িতে গিয়ে কার্ড হস্তান্তর করবেন।