শেষ আপডেট: 5th January 2025 20:21
দ্য ওয়াল ব্যুরো: ঝাঁসি স্টেশনের স্মৃতি ফিরল হাওড়া স্টেশনে। হঠাৎই দূরপাল্লার ট্রেনের মাথায় চড়ে যান এক যুবক। মুহূর্তের মধ্যে হাইভোল্টেজ বৈদ্যুতিক তারে লেগে ঝলসে গেলেন তিনি। দাউদাউ করে জ্বলে গেল গোটা দেহ। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য স্টেশনে। ভিড়-ভাট্টার মাঝেই সবার অলক্ষ্যে কী করে এরকম ঘটনা ঘটল তা এখনও অজানা।
এটুকু জানা গিয়েছে, গত শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ১৭ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল যশবন্তপুর এক্সপ্রেস। তারই ওপরে আচমকা উঠে যান ওই যুবক। সঙ্গে সঙ্গেই হাইভোল্টেজ তারে লেগে যায় তাঁর শরীর। সঙ্গে সঙ্গেই ঝলসে যান তিনি।
ঘটনার খবর পেয়ে স্টেশনের কর্তব্যরত রেল পুলিশের জওয়ানরা ছুটে আসেন। দ্রুত উদ্ধার করে আহত যুবককে হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
রেল সূত্রে খবর, ওই যুবকের নাম শম্ভু কুমার যাদব। বয়স ৩৭। ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা তিনি। খবর পেয়ে বাড়ির লোকজন এসে তাঁকে অ্যাম্বুলেন্সে করে বোকারো নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেন।
প্রাথমিক তদন্ত করে রেল পুলিশ মনে করছে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিল। রেলের আধিকারিকদের কথায়, হাওড়া স্টেশনে যথেষ্ঠ সিসিটিভি রয়েছে। কিন্তু তারপরও কেউ কেউ লুকিয়ে যদি ট্রেনের মাথায় উঠে পড়েন তাহলে কারওরই কিছু আর করার থাকে না।
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরের শুরু দিকে উত্তর প্রদেশের ঝাঁসি স্টেশনে এই একই ধরনের ঘটনা ঘটে। স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে যখন ১২৭৮০ হজরত নিজামুদ্দিন-ভাস্কো দা গামা ট্রেন ঢুকছিল, তখনই টিনের শেড থেকে ওই ট্রেনেরই ইঞ্জিনের ওপর ঝাঁপ দেন এক ব্যক্তি। ইঞ্জিন থেকে দ্রুত আগুন লেগে যায় তাঁর শরীরে। স্টেশন ভর্তি লোকের সামনেই জীবন্ত পুড়ে মারা যান তিনি।