শেষ আপডেট: 23rd October 2024 22:57
দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় দানার আগমন ঘিরে ইতিমধ্যে কলকাতা-সহ জেলায় জেলায় উদ্বেগের পরিস্থিতি। তারই মধ্যে বুধবার রাতে ভয়াবহ আগুন ছড়াল কলকাতার বড়বাজারে।
জানা যাচ্ছে, বড়বাজার থানার এজরা স্ট্রিটে টেরিটি বাজারে একটি কাঠের বাক্সের গুদামে এদিন সন্ধেয় আগুন ধরে যায়। মুহূর্তে তা আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে ভয়াবহ অগ্নি সংযোগের পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন।
পরে আগুন নিয়ন্ত্রণে আনতে আরও তিনটি ইঞ্জিন নিয়ে আসা হয়। জানা যাচ্ছে, রাত সাড়ে ১০টার পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে।
এদিন সন্ধেয় খবর পেয়ে দ্রুততার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করেন দমকল কর্মীরা। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় মানুষজনও।
ঘটনাস্থলের অদূরেই রয়েছে ইলেকট্রিকের একাধিক দোকান। এদিকে ঘূর্ণিঝড় দানার আগমন ঘিরে বাতাসেও গতি রয়েছে। ফলে দ্রুততার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। তা না হলে পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে।
কীভাবে আগুন লাগল তা অবশ্য স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে,, কোনও দাহ্য পদার্থ থেকে কাঠের বাক্সের গুদামে আগুন ধরে যায়।
যে টেরিটি বাজারে অগ্নি সংযোগের ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত ঘিঞ্জি এলাকা। ফলে আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকলের কর্মীদের।