শেষ আপডেট: 4th September 2024 13:15
দ্য ওয়াল ব্যুরো: ফের ভয়াবহ দুর্ঘটনা ঘটল মা উড়ালপুলে। দুর্ঘটনার বলি হলেন এক বাইক আরোহী। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে তিলজলা ট্রাফিক গার্ডের কাছে মা উড়ালপুলে।
জানা যাচ্ছে, দুর্ঘটনার তীব্রতায় উড়ালপুল থেকে ছিটকে প্রায় ৫০ ফুট নীচে পড়ে যান ওই বাইক আরোহী। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে পরে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রের খবর, পার্ক সার্কাসের দিকে যাওয়ার পথে সায়েন্স সিটির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি গার্ডরেলে ধাক্কা মারে। চালক কোনও মতে রক্ষা পেলেও তাঁর সঙ্গী বাইক আরোহী উড়ালপুল থেকে ছিটকে নীচে পড়ে যান। সঙ্গে সঙ্গে ট্রাফিক পুলিশের কর্মীরা জখম যুবককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। পরে সেখানেই মৃত্যু হয় ওই যুবকের। ঘটনার জেরে সকালে সাময়িক যানজট তৈরি হয় মা উড়ালপুলে।
এর আগে গত সোমবার মা উড়ালপুলে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার তীব্রতায় একটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। ফের মা উড়ালপুলে দুর্ঘটনা ঘটায় এদিন রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে আমজনতার মধ্যে।
প্রসঙ্গত, মা উডা়লপুলে নজরদারির বিষয়ে পুলিশের তরফে একাধিক পদক্ষেপের কথাও ঘোষণা করা হয়েছিল। তারপরও একের পর এক দুর্ঘটনার জেরে সংশ্লিষ্ট উড়ালপুল ঘিরে মানুষের আতঙ্ক যেন বেড়েই চলেছে। এদিকে কম সময়ে শহরের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানোর জন্য এই উড়ালপুলের জুড়ি মেলা ভার।