শেষ আপডেট: 28th December 2024 11:46
দ্য ওয়াল ব্যুরো: তপসিয়া ও নিউ আলিপুরের পর এবার টালিগঞ্জ। ফের অগ্নি সংযোগের ঘটনা ঘটল কলকাতায়।
স্থানীয় সূত্রের খবর, শনিবার সকালে টালিগঞ্জের লেক অ্যাভিনিউয়ের একটি বহুতলের পাঁচতলায় আচমকা আগুন লেগে যায়। মুহূর্তে তা ভয়াবহ আকার নেয়। ঘটনার জেরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ অবশ্য স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকেই অগ্নিসংযোগের ঘটনা বলে অনুমান করা হচ্ছে।
স্থানীয় সূত্রের খবর, পাঁচতলার সংশ্লিষ্ট ফ্ল্যাটে কেউ ছিলেন না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। পুড়ে গিয়েছে ঘরের সমস্ত আসবাব।
তপসিয়া ও নিউ আলিপুরের ঝুপড়িতে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা। নিউ আলিপুরের অগ্নিসংযোগ এতটাই ভয়াবহ আকার ধারণ করেছিল যে দীর্ঘক্ষণ শিয়ালদহ-বজবজ লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছিল। যান চলাচল বন্ধ করে দিতে হয় দুর্গাপুর ব্রিজেও।
এদিকে শহরের ঘিঞ্জি এলাকায় আগুন লাগলে দমকলের বড় গাড়ি ঢোকাতে অসুবিধা হয়। পরিস্থিতির মোকাবিলায় এবার দমকলের ১৫টি ছোট গাড়ি কিনছে রাজ্য। ইতিমধ্যে সেই প্রক্রিয়াও শুরু হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, বহু এলাকায় দমকলের বড় গাড়ি ঢুকতে পারে না। সেজন্য আড়াই হাজার লিটার জলধারণ ক্ষমতার ১৫টি ছোট গাড়ি কেনা হচ্ছে।
দমকল সূত্রের খবর, এছাড়াও ছোট-বড় মিলিয়ে মোট ৭৫টি নতুন ফায়ার টেন্ডার কেনা হচ্ছে। শীঘ্রই জঙ্গিপুর ও পূর্ব বর্ধমানে আরও দুটি ফায়ার স্টেশন খোলা হচ্ছে। রাজ্যে এই মুহূর্তে ১৬৪টি দমকল কেন্দ্র রয়েছে। আগামী দিনে এই সংখ্যাটা ২০০ পর্যন্ত করার লক্ষ্যমাত্রা রয়েছে রাজ্যের। উদ্দেশ্য, কোথাও অঘটন ঘটলে দমকলের গাড়ি যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারে।