শেষ আপডেট: 12th March 2025 14:00
দ্য ওয়াল ব্যুরো: কোনও রাজনৈতিক সংগঠন আগামী ১৩ মার্চ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) এলাকায় কোনও কর্মসূচি করতে পারবে না, এমন নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে বুধবার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আদালত। এতএব ওই এলাকায় কর্মসূচিতে কোনও বাধা নেই। তবে এখন থেকে সেখানে কর্মসূচির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রশাসনের অনুমতি নিতে হবে বলে স্পষ্ট করেছে কলকাতা হাইকোর্ট।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ ছিল, আদালতের অনুমতি ছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয় এলাকায় কোনও কর্মসূচি করতে পারবে না কোনও রাজনৈতিক সংগঠন। তার জেরে বিজেপির মিছিলের রুটও বদলে দেওয়া হয়েছিল। তবে বুধবার হাইকোর্ট আগের নির্দেশ প্রত্যাহার করে নিয়েছে। সুতরাং, এখন থেকে শুধু অনুমতি নিলেই ওই অঞ্চলে রাজনৈতিক কর্মসূচি করা যাবে।
গত রবিবার সুলেখা মোড় থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিলের কর্মসূচি নিয়েছিল বিজেপি। তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানিয়েছেন, আপাতত আদালতের অনুমতি ছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয় এলাকায় কোনও কর্মসূচি করতে পারবে না কোনও রাজনৈতিক সংগঠন। তাই শুভেন্দু অধিকারীর মিছিলের রুট বদলে নবীনা সিনেমা হল থেকে শুরু করে যাদবপুর থানার ১০০ গজ বা ৩০০ ফুট দূরে শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ে চত্বরে মিছিল করার আর্জি শুনে হাইকোর্টের বক্তব্য ছিল, 'যাদবপুরেই কেন কর্মসূচি করতে হবে? অন্যত্র করা যেতে পারে।'
বিষয়টি নিয়ে আগেই আপত্তি জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী। তাঁর সওয়াল ছিল, আবার গোলমাল হলে তার দায় কে নেবে? এই পরিপ্রেক্ষিতেই বিচারপতির বক্তব্য ছিল, 'আদালত কোনও বেআইনি কাজকে সমর্থন করে না। আর কেউ অন্যায় করলে, আপনারাও তাই করবেন, এটা মানা যায় না। তাই ওই এলাকায় মিছিল করা যাবে না।' তবে বুধবার হাইকোর্ট স্পষ্ট করে দিল, এখন থেকে সেখানে কর্মসূচির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রশাসনের অনুমতি নিতে হবে। তাঁরা অনুমতি দিলেই করা যাবে যে কোনও কর্মসূচি।