Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের বুকে বিস্ফোরক ড্রোনের ঘাঁটি গড়েছিল মোসাদ, ইজরায়েলি চর সংস্থার কৃতিত্বের খতিয়ানসুরের ম্যাজিশিয়ান প্রীতমের জন্মদিনে ফিরে দেখা তাঁর সংগীত সফর এবং অজানা অধ্যায়টিকিট কেটেও দু'বার বাতিল করেছিলেন! আমদাবাদের অভিশপ্ত বিমানে ওঠারই কথা ছিল না রুপানিরWTC Final: বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া, আঙুলে চোট পেয়ে ছিটকে গেলেন স্মিথমুখ খুললেই বিতর্ক! তাই কি মুখে কুলুপ আঁটলেন কেষ্ট-কাজল? কৌতূহল সব মহলে'আমি তো একটানা ৩৮ ঘণ্টা শ্যুট করেছি...' দীপিকার ৮ ঘণ্টার কাজের ইস্যুতে মুখ খুললেন ওয়ামিকা'পঞ্চায়েত' থেকে কত পারিশ্রমিক পান সচিবজি, প্রধানজি, বিকাশ? জানতে আগ্রহের শেষ নেই দর্শকেরচোকার্স বদনাম এবার কি ঘুচবে? গত পাঁচটি আইসিসি টুর্নামেন্টে কিন্তু দাপট দেখিয়েছে প্রোটিয়ারামেয়ের আকাশ ছোঁয়ার স্বপ্ন অধরাই, বিমান দুর্ঘটনায় অথৈ জলে গুজরাতের শ্রমজীবী পরিবারবিবাহিত মানেই বঞ্চিত? রাজ্য সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট, কোন মামলা
Kolkata High Court - RG Kar

RG Kar: সঞ্জয় কি একমাত্র, নাকি আর কেউ আছে? সিবিআই-এর থেকে কেস ডায়েরি চাইল হাইকোর্ট

সোমবার কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার শুনানি শুরু হয়েছে। যেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একগুচ্ছ প্রশ্নবাণের সম্মুখীন হতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে।

RG Kar: সঞ্জয় কি একমাত্র, নাকি আর কেউ আছে? সিবিআই-এর থেকে কেস ডায়েরি চাইল হাইকোর্ট

নিজস্ব ছবি

শেষ আপডেট: 24 March 2025 12:15

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মোতাবেক সোমবার কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) আরজি কর মামলার (RG Kar Case) শুনানি শুরু হয়েছে। যেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একগুচ্ছ প্রশ্নবাণের সম্মুখীন হতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে (CBI)। কতদূর তদন্ত এগিয়েছে, এই মুহূর্তে তদন্তকারীরা কী করছেন? এহেন যাবতীয় প্রশ্নের উত্তর নিয়ে কেস ডায়েরি চেয়ে পাঠাল হাইকোর্ট। পরবর্তী শুনানি ২৮ মার্চ। 

সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী শপথ নেওয়ার পরই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে আরজি কর মামলার শুনানি হয়। নির্যাতিতার পরিবার সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করে পুনরায় তদন্তের দাবি জানায়। আরও কয়েকজন সন্দেহভাজনকে তদন্তের আওতায় আনার আবেদনও করেন। 

সেই মতো এদিন কলকাতা হাইকোর্টে আরজি করে জুনিয়র ডাক্তার ধর্ষণ ও খুনের মামলার শুনানি হয়। আর সেখানেই এক গুচ্ছ প্রশ্নের সম্মুখীন হতে হয় সিবিআইকে। বিচারপতি ঘোষ জিজ্ঞেস করেন, "এই মুহূর্তে এই মামলায় আপনারা কী করছেন? এটা গণধর্ষণ নাকি তথ্য প্রমাণ লোপাট? এই তদন্তে কোথাও গিয়ে কি আপনাদের মনে হয়েছে যে এটা গণধর্ষণের ঘটনা? কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে? সাজাপ্রাপ্ত ব্যক্তিই কি একমাত্র অভিযুক্ত নাকি আর কেউ আছে?"

অন্যদিকে, নির্যাতিতার পরিবারের আর্জি, পরবর্তী তদন্ত যেন আদালতের নজরদারিতে হয়। অতিরিক্ত পুলিশসুপার পদমর্যাদার আধিকারিকদের নিয়ে সিট গঠন করারও আবেদন করেন তাঁরা। পাশাপাশি এও জানান, নিরাপত্তারক্ষী এবং নার্সদের এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। হাসপাতালের অতিরিক্ত সুপারকেও এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি, এ ব্যাপারে যেন স্টেটাস রিপোর্ট চাওয়া হয়, সেই আবেদনও করেন নির্যাতিতার বাবা-মা। 

পাল্টা রাজ্যের তরফের সওয়াল, "বিশেষ আদালতে আবেদন না জানিয়ে নির্যাতিতার পরিবার কেন হাইকোর্টে এলেন?  চার্জশিট দেওয়া শেষ। বিচারপ্রক্রিয়া শেষ। তারপরও পুনরায় তদন্তের আবেদন করা হচ্ছে কেন? পুনরায় শুনানির প্রয়োজনীয়তা আছে? সিবিআই এতদিন কী করছিল। গোটা দেশ জানতে চায়। ১৫ দিনের মধ্যে সিবিআই তদন্ত শেষ করুক।"   

এরপরই পরিবারের আইনজীবী হাইকোর্টের কাছে আবেদন করেন, যেন দোষীকেও এই মামলায় যুক্ত করা হয়। যদিও সেটা বিবেচনা সাপেক্ষ বলে জানিয়ে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সওয়াল-পাল্টা সওয়ালের পর সিবিআই-এর থেকে কেস ডায়েরি চেয়ে পাঠিয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি শুক্রবার সাড়ে ৩টেয়।


ভিডিও স্টোরি