শেষ আপডেট: 3rd December 2024 13:41
দ্য ওয়াল ব্যুরো: কড়েয়ায় খুনের ঘটনায় কেস ডায়েরি তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ২৩ ডিসেম্বর এটি আদালতে জমা দিতে হবে। সেটি দেখার পরই এই মামলায় পরবর্তী সিদ্ধান্ত নিতে চাইছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিকে চলতি সপ্তাহেই এই মামলার শুনানি রয়েছে নিম্ন আদালতে। সেই শুনানি আটকাতে চায় না হাইকোর্ট।
এই ঘটনায় রাজ্য ইতিমধ্যেই দাবি করেছে, অসমের তিনসুকিয়া থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এবং মৃতের স্কুটিও উদ্ধার করা হয়েছে। তবে বিচারপতি ঘোষের বক্তব্য, মৃতের স্ত্রী দাবি করেছেন, এই খুনে আরও অনেকে জড়িত। সেক্ষেত্রে আগে কেস ডায়েরি দেখতে চায় আদালত। তারপর চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে।
গত ১২ জুলাই কড়েয়া থানা এলাকায় রক্তাক্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার করা হয়েছিল। যুবকের দেহে ছিল একাধিক আঘাতের চিহ্ন। মৃতের স্ত্রী নাগমা বেগমের দাবি, একাধিক ব্যক্তি মিলে তাঁর স্বামীকে খুন করেছে। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বক্তব্য, তদন্তের গতি নেই। তাই সিট গঠনের দাবিও জানিয়েছেন নাগমা। তবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এখনই কোনও সিদ্ধান্ত না নিয়ে কেস ডায়েরি দেখতে চেয়েছেন।
প্রসঙ্গত, নিহত যুবকের নাম সামশের আলি। স্থানীয় সূত্রের খবর, বছর আটত্রিশের ওই যুবক পেশায় ঠিকা কনট্রাক্টর ছিলেন। কড়েয়া থানা এলাকার কোয়েস্ট মলের পিছন দিকে সামসুল হুদা রোডের কাশিয়াবাগান মাঠ সংলগ্ন এলাকার বাসিন্দা সামশের। তাঁর পরিবার যেখানে থাকত তার কাছেই একটি পৃথক বাড়িতে থাকতেন তিনি। ঘটনার দিন ওই বাড়িতে খোঁজ করতে যান তাঁর স্ত্রী। সেখানে গিয়ে তিনি দেখেন, বাইরে থেকে তালা দেওয়া। এরপর আশেপাশের লোকজনকে ডেকে দরজা ভাঙা ভিতরে প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় যুবককে পড়ে থাকতে দেখেন।