শেষ আপডেট: 24th January 2025 11:58
দ্য ওয়াল ব্যুরো: সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ সিবিআই-এর। গত ২০ জানুয়ারি রাজ্যের তরফে মামলা করা হয় কোর্টে। সেই মামলার সঙ্গেই সিবিআইকেও যুক্ত করে দেওয়া হল। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভবনা বিচারপতি দেবাংশু বসাক-এর ডিভিশন বেঞ্চে।
বুধবার যখন বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে আরজি কর মামলা হয় তখনই সিবিআই জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে তারা। পাশাপাশি এটাও জানানো হয়, রাজ্যের তরফে, পুলিশের তরফে যে সর্বোচ্চ শাস্তি চেয়ে যে মামলা করা হয়েছে, সেই মামলা করার কার্যত কোনও অধিকার রাজ্যের বা এখানকার পুলিশের নেই।
কারণ এক্ষেত্রে যদি শাস্তি নিয়ে অসন্তুষ্ট হন তাহলে মামলা মাত্র তিনজন করতে পারেন, এক, ক্ষতিগ্রস্থ পরিবার। দুই, যিনি অভিযুক্ত তিনি, এবং তিন, তদন্তকারী সংস্থা।
প্রসঙ্গত, আরজি করে জুনিয়র ডাক্তার ধর্ষণ ও খুনের ঘটনায় গত শনিবার ১৮ জানুয়ারি সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত। সোমবার সাজা ঘোষণা করেন বিচারপতি অনির্বাণ দাস। তারপরই রাজ্য হাইকোর্টের দ্বারস্থ হয়। এবার তদন্তকারী সংস্থা সিবিআই মামলা দায়ের করল। যা জুড়ে দেওয়া হল রাজ্যের দায়ের করা মামলার সঙ্গে।