শেষ আপডেট: 12th November 2024 19:50
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে ১২ নভেম্বর কলকাতায় পদযাত্রার ডাক দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ সেই মিছিলের অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল গোবর্ধন গিরি চারিটেবিল ট্রাস্ট। মঙ্গলবার সেই মামলার শুনানিতে মিছিলের অনুমতি দিল আদালত।
রাজ্য সরকারের তরফে যে রুট ঠিক করে দেওয়া হয়েছে সেই রুট অনুযায়ী পদযাত্রার আয়োজন করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আবেদনকারীকে আদালত এও জানিয়েছে, হাজার জনের বেশি এই কর্মসূচিতে অংশগ্রহণ করা যাবে না, আর সাড়ে বারোটা থেকে সাড়ে চারটের মধ্যে এই পদযাত্রা করতে হবে।
গোবর্ধন গিরি চারিটেবিল ট্রাস্টের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল, আর আর অ্যাভিনিউ থেকে বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত এই কর্মসূচি করতে চান তাঁরা। তবে হাইকোর্টের নির্দেশ, আর আর অ্যাভিনিউ থেকে লেনিন সরণি হয়ে মৌলালি পৌঁছে বেকবাগান ক্রসিংয়ে পদযাত্রা শেষ করতে হবে। এরপর সেখান থেকে পাঁচজনের প্রতিনিধি দল বাংলাদেশ হাইকমিশনে তাদের স্মারকলিপি জমা দিতে পারবেন।
আয়োজকদের ভলেন্টিয়ারদের বিশেষ নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ। বলেছেন, তাঁদের সর্বদা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এছাড়া পুলিশকেও নির্দেশ, পদযাত্রার রুটে সকলের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রয়োজনে অতিরিক্ত ফোর্স মোতায়েন করতে হবে। পাশাপাশি এই রুটের গুরুত্বের কথা মাথায় রেখে পুলিশকে সতর্ক থাকতে হবে যাতে কোনও রকম অশান্তি না ঘটে।
শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংখ্যালঘুদের মারধর করা, ঘর ছাড়া করা, এমনকী হত্যা করার অভিযোগও এসেছে। আপাতত নোবেলজয়ী মহম্মদ ইউনুস দেশ চালানোর দায়ভার নিয়েছেন ঠিকই, কিন্তু সামগ্রিকভাবে এই পরিস্থিতির বদল ঘটাতে তিনি পারেননি। আগের থেকে ঘটনার প্রবাহ কমলেও তা পুরোপুরি নির্মূল হয়নি। সেই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গেও তার প্রভাব পড়েছে। ঘটনার নিন্দা করে সরব হচ্ছেন রাজ্যের মানুষ।