শেষ আপডেট: 5th February 2025 13:38
দ্য ওয়াল ব্যুরো: সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করে সু্প্রিম কোর্ট ছাড়াও কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা। বুধবার সেই মামলার শুনানিতে হাইকোর্ট বলল, সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরই এই মামলার শুনানি হবে। তার আগে নয়।
আরজি করের নির্যাতিতার পরিবারের দাবি ছিল, কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার শুনানি পিছিয়ে দেওয়া হোক। কিন্তু রাজ্যের উচ্চ আদালত জানিয়েছে, সুপ্রিম কোর্টে তাঁদের মামলা শুনে কী নির্দেশ দেয় সেটা জেনেই আবেদন করতে হবে। তার আগে এই সংক্রান্ত মামলার শুনানি হবে না। আগামী শুক্রবার আরজি কর মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। সেই দিন শীর্ষ আদালত কী নির্দেশ দেয়, সেটাই এখন দেখার।
গত মামলার শুনানিতে শীর্ষ আদালত নির্যাতিতার পরিবারকে বলেছিল, একই আবেদনের প্রেক্ষিতে করা মামলার শুনানি দু’টি পৃথক আদালতে চলতে পারে না। কোনও একটি জায়গায় মামলার শুনানি হবে। সেই প্রেক্ষিতেই গত সোমবার শীর্ষ আদালতে নিহত চিকিৎসকের বাবা-মা আর্জি জানিয়েছিলে, তাঁরা কলকাতা হাইকোর্টেই তদন্তের শুনানি চালিয়ে যেতে চান। এবার হাইকোর্ট জানাল, সুপ্রিম কোর্টের নির্দেশ না শুনে তাঁরা মামলার শুনানি করবে না।
এদিকে এদিনের শুনানিতে রাজ্যের আইনজীবীও উপস্থিত ছিলেন। তািনি কেন এসেছেন সে নিয়ে প্রশ্ন তোলে আদালত। যদিও আইনজীবী জানান, মামলায় সহযোগিতা করার জন্য উপস্থিত আছেন।
কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার গত শুনানিতে নির্যাতিতার বাবা-মায়ের আইনজীবী জানিয়েছিলেন, তাঁরা সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চান না! এদিকে শীর্ষ আদালতে শিয়ালদহ কোর্টের রায়দান এবং সাজা ঘোষণার আগে যে মামলা দায়ের হয়েছিল তা সিবিআই-বিরোধী হওয়ায় গত শুনানিতে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। বলেন, তাঁরা যে আবেদন করেছেন তা বিতর্কিত। তাই নতুন করে আবেদন দাখিল করতে হবে। তবে তার আগেই নির্যাতিতার বাবা-মা তাঁদের ইচ্ছে স্পষ্ট করে দিয়েছেন।