শেষ আপডেট: 11th April 2025 13:58
দ্য ওয়াল ব্যুরো: এসএসসির দুর্নীতি (SSC Scam) মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার মানুষ। অভিযোগ, যোগ্য-অযোগ্য আলাদা করা যায়নি। ফলে ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। এই নিয়ে বিক্ষোভ চলছে সর্বত্র।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসের পরও যেন আশার আলো দেখতে পাচ্ছেন না 'যোগ্য' চাকরিহারারা। এমন পরিস্থিতিতে আজ বিকাশ ভবনে (Bikash Bhawan) চাকরিহারা ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) বৈঠক রয়েছে। আগেই চাকরিহারাদের তরফে বলা হয়েছিল, তাঁদের আটজন প্রতিনিধি থাকবেন এই বৈঠকে। যদিও শেষ পাওয়া খবর সংখ্যাটা বেড়ে ১৩ জন হয়েছে। দ্য ওয়ালের হাতে এসে পৌঁছেছে তাঁদের নাম।
ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে থাকবেন এসএসসির চেয়ারম্যান এবং অন্য প্রতিনিধিরাও। আন্দোলনরত চাকরিহারারা জানিয়ে দিয়েছেন, বৈঠক যদি ফলপ্রসূ না-হয়, তবে আগামী দিনে তাঁরা আন্দোলন আরও জোরদার করবেন। এসএসসি ভবনের সামনে অবস্থানেও বসতে পারেন তাঁদের কেউ কেউ।