Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
হরিয়ানায় বাবার হাতে খুন টেনিস প্লেয়ার রাধিকা যাদব, কারণ নিয়ে অন্ধকারে পুলিশসম্পর্কে টানাপড়েন! প্রেমিকাকে ঘরে আটকে আত্মঘাতী লিভ ইন সঙ্গী, হাতের শিরা কেটে জখম তরুণীও'সবাই ভাবত আমি অপয়া,' সব চূড়ান্ত হয়েও ৯ ছবি থেকে বাদ পড়ে যান বিদ্যালাঞ্চের আগে জোড়া আঘাত! দুই ইংরেজ ওপেনারকে ফিরিয়ে প্রথম অঙ্কের নায়ক নীতীশ রেড্ডিদ্রুত ঘুরবে পৃথিবী! আগামী কয়েকদিনে কমবে দিনের দৈর্ঘ্য, বুঝতে পারবেন আপনিওচিকিৎসক নিগ্রহে কাঞ্চনের শাস্তির দাবি শান্তনুর, কুণাল বললেন, 'ধৈর্য ধরা উচিত ছিল'পরীক্ষায় বসতে পারবেন না 'দাগি'রা, রাজ্য-এসএসসির আবেদন খারিজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চেওসদ্যোজাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক, ১২ ঘণ্টা পর কবর দেওয়ার ঠিক আগেই কেঁদে উঠল শিশুকেরলে কংগ্রেস জিতলে শশী তারুর ‘বেশি পছন্দের’ মুখ্যমন্ত্রী? বলছে সমীক্ষানবান্নে মমতা-ওমর বৈঠক, কাশ্মীরকে ঘিরে ‘ভালবাসা আর নিরাপত্তার’ বার্তা, দুর্গাপুজোয় আমন্ত্রণ
Heatwave

কলকাতাতে তাপপ্রবাহের আশঙ্কা শুক্র থেকে, পাঁচদিন জ্বলেপুড়ে খাক হবে দক্ষিণবঙ্গের ৮ জেলা

আগামী কয়েকদিনও তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে গাঙ্গেয় বঙ্গে।

কলকাতাতে তাপপ্রবাহের আশঙ্কা শুক্র থেকে, পাঁচদিন জ্বলেপুড়ে খাক হবে দক্ষিণবঙ্গের ৮ জেলা

তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়তে পারে।

শেষ আপডেট: 18 April 2024 04:44

দ্য ওয়াল ব্যুরো: প্রচণ্ড গরম। চড়া রোদে বেলা ১১টার পর থেকেই লু বইছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ যেন জ্বালিয়েপুড়িয়ে দিচ্ছে। গত কয়েকদিন থেকে তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি। দাবদাহে জ্বলছে বাংলা। তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। বুধবারও রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে প্রায় সাড়ে ৫ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিনও তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে গাঙ্গেয় বঙ্গে।

আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, শক্রবার থেকে রবিবার অবধি দাবদাহে জ্বলবে বাংলা। কলকাতাতেও তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় ভোগান্তি আরও বাড়বে। সন্ধের পরেও নামবে না তাপমাত্রা। বরং পারদ আরও চড়বে।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। হাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত বাইরে না বেরনোই ভাল।পশ্চিম বর্ধমানের পানাগড়ে গতকালই সর্বোচ্চ তাপমাত্রা ধরা পড়েছিল ৪২.৫ ডিগ্রি। বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের তাপমাত্রাও ছিল ৪০- ৪২ ডিগ্রির মধ্যে। কলকাতার সল্টলেকে দিনের তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি বেশি। দমদমে দিনের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। পিছিয়ে নেই কলকাতাও। গতকাল কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রির আশপাশে।

বেলা বাড়তেই রাস্তা প্রায় জনশূন্য হয়ে যাচ্ছে। অফিস যাত্রী, স্কুল-কলেজের পড়ুয়াদের রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে। রাস্তায় বেরিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে,  আগামী তিন দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। রবিবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকবে বলে মনে করা হচ্ছে। শুষ্ক পশ্চিমী হাওয়ায় গরম বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এই আট জেলাতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।

তাপমাত্রার নিরিখে পিছিয়ে নেই উত্তরের জেলাগুলিও। উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া রয়েছে। মালদহে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রির আশপাশে ছিল। জলপাইগুড়িতেও দিনের তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রির কাছাকাছি। তবে পাহাড়ে তাপমাত্রা স্বাভাবিকই রয়েছে। উপরের পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে। আজ দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে বজবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামিকাল শুক্রবার নির্বাচনের দিন উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।


ভিডিও স্টোরি