শেষ আপডেট: 1st May 2024 17:49
দ্য ওয়াল ব্যুরো: অতি তীব্র তাপপ্রবাহ কমার দিন কি তবে এসে গেল?
আলিপুর হাওয়া অফিস স্বস্তির খবর শোনাল। আর কিছুদিন কষ্ট করতে হবে। তারপরেই বৃষ্টি নামবে বঙ্গে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবারও কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার বেলা আড়াইটের পরে তাপমাত্রা ১ ডিগ্রি কমে হয়েছে ৪২.০ ডিগ্রি। ২ তারিখ বৃহস্পতিবার অবধি প্রচণ্ড গরম থাকবে। ৩ তারিখের পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে।
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আজ ও কাল পশ্চিমের ৬ জেলায় তাপপ্রবাহের চরম সতর্কবার্তা থাকবে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকবে। কলকাতা সহ বাকি জেলাতেও তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে। শুক্র ও শনিবারও দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে সব জেলাতেই। তবে তাপপ্রবাহের মাত্রা আগের থেকে কমবে। তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।
শনিবার সন্ধে থেকে হাওয়াবদলের সম্ভাবনা আছে। ৫ তারিখ রবিবার পশ্চিমের কিছু জেলায় তাপপ্রবাহ চলতে পারে। তবে উপকূলের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার থেকে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।
সোম এবং মঙ্গলবার ৬ ও ৭ মে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে উপকূলে বৃষ্টি শুরু হবে। রবিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই ছয় জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহ থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। শনিবার থেকে গরম কমবে উত্তরবঙ্গেও। ৪ মে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং-এ বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে।