অনশন প্রত্যাহার করার পর জুনিয়র ডাক্তাররা
শেষ আপডেট: 22nd October 2024 14:22
দ্য ওয়াল ব্যুরো: সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টানা ২ ঘণ্টা বৈঠকের পর শেষমেশ আমরণ অনশন প্রত্যাহার করে নেন জুনিয়র ডাক্তাররা। নবান্নে বৈঠকের পর জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল এদিন ধর্মতলার মঞ্চে ফিরে আসেন। তাঁদের ফোরামের জেনারেল বডির বৈঠক হয়। তার পর আনুষ্ঠানিক ভাবে অনশন প্রত্যাহারের কথা ঘোষণা করেন জুনিয়র ডাক্তারদের সংগঠনের অন্যতম মুখ দেবাশিস হালদার। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘটের ডাকও তাঁরা প্রত্যাহার করে নিচ্ছেন।
অনশন তোলার পরেই অনশনকারীদের হাসপাতালে ভর্তি করানো হয়। গঠন করা হয় মেডিক্যাল বোর্ড। অর্ণব মুখোপাধ্যায়, সায়ন্তনী ঘোষ হাজরা এবং আলোলিকা ঘড়ুইকে সিসিইউ-তে রেখে চিকিৎসা করা হচ্ছে। এসএসকেম হাসপাতালের দুই ডাক্তার অর্ণব এবং স্পন্দনকে সোমবার রাত থেকেই ফ্লুইড দেওয়া হচ্ছে। শরীরে কোনও জটিলতা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। শেষ পাওয়া স্বাস্থ্য রিপোর্ট থেকে জানা যাচ্ছে অর্ণবের দেহের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গেছে। যা চিন্তায় ফেলেছে চিকিৎসকদের।
অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি স্নিগ্ধা, সায়ন্তনী এবং আলোলিকাকে ফলের রস দেওয়া হচ্ছে। সকলের শরীরেই কিটোন পজিটিভ। চিকিৎসকরা প্রয়োজন বুঝে ফ্লুইড দিয়ে শরীরে জলের ঘাটতি মেটানোর চেষ্টা করছেন।
১৪ অক্টোবর কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয় তনয়া পাঁজাকে। চিকিৎসকরা মনে করছেন তাঁর শারীর আগের থেকে অনেকটাই ভাল। আজই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে।
ধর্মতলার পাশাপাশি উত্তরবঙ্গে অনশনে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। সেখানে অনশনকারী সন্দীপ মণ্ডলকে সোমবার সিসিইউ-তে স্থানান্তরিত করা হয়। জানা যাচ্ছে গত দু-তিন দিন ধরে হৃদস্পন্দন খানিকটা কম ছিল তাঁর। আজ অর্থাৎ মঙ্গলবার তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। সবকিছু খতিয়ে দেখে মনে করা হচ্ছে বুধবারের মধ্যে ছুটি দেওয়া হতে পারে সন্দীপকে।