Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্কBharat Bandh: বুনিয়াদপুরে পিকেটিংয়ে বাধা, সিপিএম নেতাকে চড় থানার আইসি-র! প্রবল উত্তেজনাপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনাই, দাবি বিবিসি'র, কী বলছেন আওয়ামী লিগ নেত্রীBharat Bandh: সিপিএমের মিছিল থেকে কুশপুতুল-টায়ার জ্বালানোর সময় অগ্নিকাণ্ড, যাদবপুরে আতঙ্ক‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরাবেঙ্গালুরুতে গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী, তিন বছরে ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ
Hawkers grab Footpath

বইপাড়ায় ফুটপাথ দখল, ১৫ দিনের মধ্যে খালি করার নির্দেশ হাইকোর্টের

এদিন শুনানির সময় আদালত নির্দেশ দিয়েছে আগামী ১৫ দিনের মধ্যে ফুটপাথ খালি করতে হবে। পুরসভাকে এ ব্যাপারে তড়িঘড়ি ব্যবস্থা নিতে হবে।

বইপাড়ায় ফুটপাথ দখল, ১৫ দিনের মধ্যে খালি করার নির্দেশ হাইকোর্টের

শেষ আপডেট: 6 January 2024 18:02

দ্য ওয়াল ব্যুরো: শহরে ফুটপাত দখল হওয়ার অভিযোগ নতুন নয়। ফুটপাতে হকার নিয়ন্ত্রণে ‘টাউন ভেন্ডিং কমিটি’ গঠিত হলেও তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। ধর্মতলাতে ফুটপাথ দখল নিয়ে অনেকদিন ধরেই মামকলা-মোকদ্দমা চলছে। এবার কলেজ স্ট্রিটের বইপাড়াতেও ফুটপাথ দখলের অভিযোগ উঠল। বইপাড়ার একাধিক রাস্তার ফুটপাত দখলের অভিযোগ উঠেছে। সেই নিয়ে মামলাও দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এদিন শুনানির সময় আদালত নির্দেশ দিয়েছে আগামী ১৫ দিনের মধ্যে ফুটপাথ খালি করতে হবে। পুরসভাকে এ ব্যাপারে তড়িঘড়ি ব্যবস্থা নিতে হবে।

মামলাকারীদের দাবি, কলেজ স্ট্রিট বইপাড়া সংলগ্ন একাধিক রাস্তার ফুটপাত ব্যবসায়ীদের দখলে। মানুষ প্রাণ হাতে করে মূল রাস্তায় হাঁটতে বাধ্য হচ্ছেন।  কলেজ স্ট্রিটই শুধু নয়, শ্যামাচরণ দে স্ট্রিট, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের বড় অংশও এ ভাবে দখল হয়েছে। হিন্দু স্কুলের ফুটপাতও পুরোপুরি বইয়ের স্টলে দখলে। লোহার স্থায়ী কাঠামো করে হকারেরা কলেজ স্ট্রিট মোড় সংলগ্ন ফুটপাত চলাচলের অযোগ্য করে তুলেছেন। অভিযোগ, অনুরোধ করা সত্ত্বেও হকারদের নিয়ম মানতে বাধ্য করা যায়নি।

এর আগে কলকাতা পুরসভার সদর দফতরের সামনের অংশ ও গ্র্যান্ড হোটেলের সামনের এলাকায় থেকে মল্লিকবাজার অবধি রাস্তা হকারদের দখলে চলে গিয়েছিল। সে নিয়ে কলকাতা পুরসভাকে একাধিকবার হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল। তারপর কার্যত হাইকোর্টের নির্দেশেই গ্র্যান্ড হোটেলের সামনে এলাকায় হকার নিয়ন্ত্রণে বাধ্য হয় পুরসভা। কিন্তু এরপরেও একই অভিযোগ বারবার উঠছে।

সম্প্রতি কলকাতা পুরসভার ৬ নম্বর বরোর ৪৭ নম্বর ওয়ার্ড তথা কলেজস্ট্রিট এলাকায় তিন মিটার চওড়া একটি ফুটপাথের ২ মিটার দখল হয়ে যাওয়াকে কেন্দ্র করে একটি মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি ওঠে। বিচারপতি ফুটপাথের ছবি দেখে হতবাক হয়ে যান। তিনি বলেন, “এতো ফুটপাথের গোটাটাই দখল হয়ে গিয়েছে। পুরসবা কী করছে?” বিচারপতির প্রশ্নের উত্তরে পুরসভার আইনজীবী জানান, আদালত নির্দেশ দিলে ফুটপাথ খালি করে দেওয়া হবে। উত্তরে বিচারপতি বলেন, “আদালত নির্দেশ না দিলে আপনারা ফুটপাথ খালি করবেন না? ধরে নিন আদালত কোনও নির্দেশ দিচ্ছে না। বলুন আপনারা কত দিনের মধ্যে নিজে থেকে ফুটপাথের ওই অংশ খালি করবেন?”

পুরসভার আইনজীবীকে আদালতে জানিয়েছে, ১৫ দিনের মধ্যে ফুটপাথ খালি করতে হবে পুরসভাকে। মামলার পরবর্তী শুনানি ১৯ তারিখে। ওই দিন ফুটপাথ খালি করে দেওয়ার ছবি আদালতকে দেখাতে হবে।


ভিডিও স্টোরি