কাউন্সিলরের স্বামীকে ঘিরে বিক্ষোভ
শেষ আপডেট: 20th October 2024 17:09
দ্য ওয়াল ব্যুরো: বেহাল নিকাশি ব্যবস্থা। রাস্তায় জমা জলে অতিষ্ট বিধাননগরের ১৪ নং ওয়ার্ডের বাসিন্দারা। কাজ করেন না কাউন্সিলর। আর তাই কংগ্রেস কাউন্সিলরের স্বামীকে হেনস্থা করার অভিযোগ উঠল।
বিধাননগর ১৪ নং ওয়ার্ডে নিকাশি ব্যবস্থার বেহাল দশা। অভিযোগ জানিয়েও কাজ হয়নি। তাই এলাকার কংগ্রেস কাউন্সিলর গীতা সর্দারের স্বামীকের হেনস্থা করেছেন স্থানীয়রা, এমনই অভিযোগ উঠল। ঘটনার জেরে ইতিমধ্যেই ইকো পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে হেনস্থার কথা অস্বীকার করে পাল্টা মারধরের অভিযোগ এনেছেন স্থানীয়রা। তাঁদের কথায়, 'গতকাল যখন ওঁর কাছে যাই (কাউন্সিলরের স্বামী), বলি ম্যাডামকে ডেকে দিন। ম্যাডাম নামলেন না। ওঁর স্বামী অফিসে বসেছিলেন। আমরা সেখানি বসে ওঁর সঙ্গে কথা বলি। তখন তিনি একটাই কথা বারবার বলেন যে তিনি কোনও এ ব্যাপারে কাজ করতে পারবেন না।'
স্থানীয়দের দাবি, কোনও ভাবেই তাঁরা কাউন্সিলরের স্বামীকে 'টাচ' করেননি। মিথ্যে অভিযোগ আনছেন তিনি। বরং উলটে স্থানীয়দেরই মারধর করা হয় বলে অভিযোগ।
খবর এই যে, গত ছ'মাস ধরে নিকাশির হাল বেহাল। তাই নিয়ে বারবার অভিযোগ জানালেও কোনও গুরুত্ব দিচ্ছেন না কাউন্সিলর। এদিকে কাউন্সিলরের দাবি, জল সব জায়গায় জমে। এর আগেও স্থানীয়েরা অবরোধ করেছে।
তাঁর কথায়, 'আমি এর আগে নিজে গিয়ে সেখানে দাঁড়িয়ে থেকে কাজ চালু করিয়েছি। ওরা তিন-চারজন মিলে এসে কথা বলতে পারত। কিন্তু কাল তাঁরা আমার স্বামীকে মারে মারে অবস্থা তৈরি করে দিয়েছিল। আমার পরিবার আতঙ্কে আছে। তাই থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছি।'