শেষ আপডেট: 6th November 2024 14:02
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনার শক্তি আরও বাড়াতে কাজ শুরু করে দিয়েছে কলকাতা গার্ডেনরিচ। চারটি জাহাজ বানানোর বরাত পেয়েছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। মঙ্গলবারই তার মধ্যে দুটি জাহাজ বানানোর কাজও শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার কাজ শুরুর আগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও।
নতুন ধরনের একাধিক প্রযুক্তি ব্যবহার করে জাহাজগুলি তৈরি করা হচ্ছে। এগুলির মধ্যে যে কোনও আঘাত প্রতিহত করার ক্ষমতা অন্যান্য জাহাজের থেকে বেশি রাখা হচ্ছে। পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থাকেও আরও উন্নতমানের করার হচ্ছে। মূলত সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে বাড়তি নজরদারির জন্য প্রস্তুত করা হচ্ছে এই জাহাজগুলি। তাই তার আয়তনেও রয়েছে চমক।
নতুন এই যুদ্ধ জাহাজগুলির বিশেষত্ব কী?
জাহাজের সর্বোচ্চ গতিবেগ ২৩ নটিক্যাল মাইল।
এই নতুন জাহাজগুলির পাটাতন প্রায় ১১৩ মিটার দীর্ঘ এবং সাড়ে ১৪ মিটার চওড়া।
এই জাহাজগুলিতে থাকার জায়গাও তুলনামূলক বেশি রাখা হবে। ২৪ জন নাবিক সহ কমপক্ষে ১০০ জন থাকতে পারবেন এই জাহাজে।
এছাড়া এই জাহাজে থাকছে নতুন প্রযুক্তির কন্ট্রোল সিস্টেম।
এই প্রথম নয়, এর আগে বেশ কয়েকটি যুদ্ধজাহাজ তৈরি করে ভারতীয় নৌসেনার শক্তি বাড়িয়েছে গার্ডেনরিচ। তৈরি করেছিল জোড়া সাবমেরিনও। সাম্প্রতিক সময়ে চারটি বাণিজ্যিক জাহাজ তৈরি করার বরাত পেয়েছিল গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এখন নৌসেনার জাহাজ বানানোর কাজে নিযুক্ত তাঁরা।