শেষ আপডেট: 9th August 2024 16:05
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিক্যাল কলেজের পোস্ট গ্র্যাজুয়েটের ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ তুললেন তাঁরই সহপাঠীরা। প্রতিবাদে একমাত্র জরুরি বিভাগ ছাড়া বাকি সমস্ত বিভাগে কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তারদের একাংশ। অবস্থার গুরুত্ব বুঝে ঘটনার খবর আসতেই কলকাতা পুলিশের পদস্থ কর্তারা সবাই হাসপাতালে ছুটে যান। পৌঁছন পুলিশ কমিশনার বিনীত গোয়েলও। বেলা গড়াতে পৌঁছলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। ঘটনার তদন্তে কমিটি গঠন করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় বর্ষের পড়ুয়া ওই ছাত্রী বৃহস্পতিবারও রাত ২টো পর্যন্ত হাসপাতালের ওয়ার্ডে ডিউটি করেন। পরে কর্মরত আরও দুই জুনিয়র ডাক্তারের সঙ্গে খাওয়াদাওয়া সেরে পড়াশোনার জন্য সেমিনার হলে চলে যান ওই তরুণী। শুক্রবার সকালে সেমিনার হল থেকেই দেহ উদ্ধার হয় তাঁর। হাসপাতালের একটি সূত্রের দাবি, তরুণীর শরীরে আঘাতের চিহ্ন ছিল। তাঁর পোশাকও ছিল ছেঁড়া।
ডাক্তারি পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদের একাংশ দাবি করেন, হাসপাতালের ভিতরেই ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে। খাস কলকাতা শহরের বুকে মেডিক্যাল কলেজ, অথচ ন্যুনতম নিরাপত্তা নেই সেখানে। ওই তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছেন তাঁরা।
খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন মৃত জুনিয়র চিকিৎসকের বাবা। তবে মেয়ের দেহ এখনও দেখতে দেওয়া হয়নি তাঁকে। মেধাবী কন্যার এমন মর্মান্তিক পরিণতির খবর পেয়ে নিজেকে সামলাতে পারছেন না আর। বললেন, “বোঝা যাচ্ছে রেপ করে মার্ডার করা হয়েছে ওকে। একটা ঘরে ওর দেহ রাখা হয়েছে। আমাকে দেখতে দেওয়া হয়নি।"
স্বাস্থ্যকর্তারা বলেন, "অভিযোগ যা করা হয়েছে তা নিশ্চিতভাবে গুরুতর। আইন আইনের পথে চলবে। সত্য বেরিয়ে আসুক আমরাও চাই।"