শেষ আপডেট: 2nd December 2024 08:55
দ্য ওয়াল ব্যুরো: সোমবার মুখোমুখি হতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নব নির্বাচিত ছয় বিধায়ক আজ শপথ নেবেন বিধানসভায়। তাঁদের শপথ বাক্য পাঠ করাতে সেখানে উপস্থিত থাকতে পারেন রাজ্যপাল। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীও। ফলে বহুদিন পর একই ফ্রেমে পাওয়া যাবে দুজনকে।
গত ১৩ নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হয়। মেদিনীপুর, মাদারিহাট, সিতাই, তালডাংড়া, নৈহাটি ও হাড়োয়া। ছয়টি আসনেই জয়ী হয়েছে শাসকদলের প্রার্থীরা। তাঁদের শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে আজ অর্থাৎ সোমবার, বিধানসভায়।
অতীতে উপ নির্বাচনে জয়ী প্রার্থীদের শপথগ্রহণ নিয়ে বিধানসভা বনাম রাজভবনের মধ্যে একাধিকবার জটিলতা দেখা গিয়েছে। কখনও জয়ী প্রার্থীদের বিধানসভার পরিবর্তে রাজভবনে ডেকে শপথবাক্য পাঠ করাতে চেয়েছিলেন বোস, কখনও বা স্পিকারের পরিবর্তে সেই দায়িত্ব দিয়েছিলেন ডেপুটি স্পিকারকে। তা নিয়ে কম বিতর্কও হয়নি। তবে, এবারে সেই পরিস্থিতি তৈরির সম্ভাবনা কমই ছিল।
ফল প্রকাশের পর নিয়ম মেনে বিধানসভার তরফে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শপথের বিষয়টি নিয়ে রাজভবনে চিঠি পাঠিয়েছিলেন। পরিষদীয় দলের তরফেও রাজ্যপালের কাছে বার্তা পাঠানো হয়। বিধানসভা থেকে স্পিকারের চিঠি যাওয়ার পরই রাজভবনের তরফে জবাবি চিঠিতে জানানো হয়, সোমবার রাজ্যপাল বোস নিজেই বিধানসভায় গিয়ে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করাবেন।
ওয়াকিবহল মহলের মতে, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে দ্বন্দ্ব ভুলে সহাবস্থানের বার্তা দিতেই দু'পক্ষ একমঞ্চে আসতে উদ্যোগী হয়েছেন। সোমবার বিধানসভায় রাজ্যপাল ও মুখ্য়মন্ত্রীর মধ্যে সৌজন্য বিনিময় ছাড়া আর কোনও কথা হয় কিনা, সেদিকে চোখ থাকবে সকলের।