শেষ আপডেট: 12th February 2025 23:49
দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মেয়াদে শেষ পূর্ণাঙ্গ বাজেট (West Bengal budget 2025) ঘোষণা হল বুধবার। প্রস্তাবিত ওই বাজেটে ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। যার দ্বারা সরকারি কর্মচারীদের বিভ্রান্ত করার চেষ্টা বলে মনে করছেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তাঁর দাবি, কর্মচারীদের আন্দোলন থেকে বিরত করার জন্যই এই পদক্ষেপ করেছে সরকার।
বাজেট পেশ হওয়ার পরই বুধবার প্রতিক্রিয়া দেন শুভেন্দু। বাজেট নিয়ে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার, এমনই মন্তব্য করেন তিনি। পরে সোশ্যাল মিডিয়ায় ডিএ নিয়ে মুখ খোলেন। তাঁর দাবি, '২০২৫ সালের ১ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গ সরকার কর্মচারীদের জন্য মাত্র ৪% মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করেছে। যার ফলে মোট ডিএ দাঁড়াবে ১৮%-এ। তবে, এই সামান্য বৃদ্ধির পরও রাজ্য সরকারী কর্মচারীরা কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের তুলনায় পিছিয়েই রইলেন। বর্তমানে কেন্দ্রীয় ও রাজ্য কর্মচারীদের ডিএ-র পার্থক্য হল ৩৫%।'
A meager 4 per cent increase in Dearness Allowance (DA) for WB Government Employees, starting from April 1, 2025. This would bring the total DA to 18 per cent.
— Suvendu Adhikari (@SuvenduWB) February 12, 2025
However, even after this announcement, WB State Government Employees are far behind from the Central Government… pic.twitter.com/oMYCrtJ4Zn
শুধু ডিএ নয়, বেতনের ক্ষেত্রেও রাজ্য কর্মচারীরা পিছিয়ে আছেন বলে পোস্টে উল্লেখ করেন বিরোধী দলনেতা। উঠে আসে পে কমিশনের কথা। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গ সরকার এখনও ষষ্ঠ পে কমিশনের ভিত্তিতে বেতন প্রদান করছে, যেখানে দেশের অন্যান্য রাজ্য, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলি, ২০১৬-১৭ অর্থবছর থেকেই সপ্তম পে কমিশন অনুযায়ী বেতন দিচ্ছে। কেন্দ্র ইতোমধ্যেই ২০২৬ সাল থেকে অষ্টম পে কমিশন চালুর ঘোষণা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দীর্ঘ এক দশক ধরে রাজ্য সরকারী কর্মচারীদের বঞ্চিত করে আসছে। এই ৪ শতাংশ ডিএ বৃদ্ধিকে অনেকেই কেবলমাত্র কর্মচারীদের বিভ্রান্ত করার কৌশল হিসেবে দেখছেন, যাতে তারা তাদের ন্যায্য দাবির জন্য আন্দোলনে না নামেন।'
এই ৪ শতাংশ বৃদ্ধির ফলে ৮০% রাজ্য সরকারী কর্মচারীর বেতন কাঠামো অনুযায়ী খুব সামান্য উপকার হবে। অধিকাংশ কর্মচারীর ক্ষেত্রে অতিরিক্ত আয় বড়জোর চার অঙ্কের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বিরোধী দলনেতার মতে, এই সামান্য ডিএ বৃদ্ধির মাধ্যমে প্রকৃতপক্ষে রাজ্যের কর্মচারীদের বঞ্চিত করার ধারাবাহিকতা বজায় রাখল এই সরকার।