শেষ আপডেট: 29th August 2024 19:16
দ্য ওয়াল ব্যুরো: এতদিন সোম থেকে শনিবার পর্যন্ত চলত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের মেট্রো। ১ সেপ্টেম্বর থেকে তা রবিবারও চালু থাকবে। দুর্গা পুজোর আগে যাত্রী সাধারণের কথা চিন্তা করে এই বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এখবর জানিয়েছেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। বিবৃতিতে জানানো হয়েছে, এখন থেকে রবিবারও এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। তবে অন্যদিনগুলির মতো সকাল থেকে নয়, রবিবার দুপুর ২টো ১৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিট অন্তর সংশ্লিষ্ট রুটে চলবে ট্রেন।
এর ফলে পুজোর সময় রবিবারগুলিতে মানুষ বিশেষভাবে উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গত ৬ মার্চ ধর্মতলা-হাওড়া ময়দান মেট্রোর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৫ মার্চ থেকে শুরু হয় যাত্রী পরিষেবা। যাত্রা শুরুর ১৭ দিনের মাথায় এই রুটে যাত্রীর সংখ্যা ছুঁয়েছিল সাড়ে ৭ লক্ষ!
মার্চের আগে হাওড়া থেকে কলকাতা আসার যোগাযোগের মাধ্যম বলতে ছিল সড়ক ও জলপথ। ফলে অনেকখানি সময়ও ব্যয় হত। ১৫ মার্চ থেকে অবশ্য গঙ্গার নিচ দিয়ে মেট্রো চালুর পর থেকেই উত্তরোত্তর ভিড় বাড়ছে মেট্রোয়। রবিবারও সেই ধারা বজায় থাকবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।
রেল জানিয়েছে, পরীক্ষামূলকভাবে রবিবার মেট্রো চালু করা হচ্ছে। আগামীদিনে দুপুরের পরিবর্তে রবিবারও সকাল থেকে মিলতে পারে এই মেট্রো পরিষেবা। তবে সেটা নির্ভর করছে রবিবার সংশ্লিষ্ট পথে কেমন যাত্রী হয়।