Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভাইপোকে বেধড়ক মেরে স্ত্রীর সঙ্গে বিয়ে দিলেন কাকা! পরকীয়ার অভিযোগে শোরগোল বিহারেহাওড়ার সৌভিককে শোকজ করল টিএমসিপি! পড়ুয়াদের প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করার অভিযোগজোয়াও পেদ্রোর জোড়া পাইলড্রাইভারে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি, স্বপ্নভঙ্গ ফ্লুমিনেন্সেরট্রাম্পের শুল্কে বাংলাদেশে বিপদে ৮০১ সংস্থা, বেসরকারি কোম্পানির কাঠগড়ায় ইউনুস সরকারদুই পর্দাতেই একসঙ্গে ফিরছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, কোথায় দেখা যাবে অভিনেত্রীকে সিজার চেয়েও ফোর্সেপ ডেলিভারি, শিশুর মাথায় চোট, ব্রিটেনে সাসপেন্ড ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক৬৮ বছরেও 'হটি' আলিয়ার মা, ইনস্টাগ্রামে পাতলা কালো পোশাকে ঝড় তুললেন সোনি রাজদানমোদীর গুজরাতে ফের ভাঙল সেতু, মৃত ৯, আহত বহু'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনের

নিউটাউনের ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার সহপাঠী

দ্য ওয়াল ব্যুরো:‌ প্রথম বর্ষের ছাত্রীকে (first year girl student) ধর্ষণের (rape) অভিযোগে গ্রেপ্তার (arrest) সহপাঠী (classmate)। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে ইকোপার্ক থানার পুলিশ (police)। পুলিশ সূত্রে খবর,

নিউটাউনের ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার সহপাঠী

শেষ আপডেট: 27 September 2021 03:26

দ্য ওয়াল ব্যুরো:‌ প্রথম বর্ষের ছাত্রীকে (first year girl student) ধর্ষণের (rape) অভিযোগে গ্রেপ্তার (arrest) সহপাঠী (classmate)। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে ইকোপার্ক থানার পুলিশ (police)। পুলিশ সূত্রে খবর, রবিবার কসবা থানা এলাকার বোসপুকুরের বাসিন্দা ইকোপার্ক থানায় অভিযোগ করেন। জানান, ২৪ সেপ্টেম্বর তাঁর মেয়েকে নিউটাউনের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের এক ছাত্র ধর্ষণ করেছে। যার জেরে তাঁর মেয়ে শারীরিক ও মানসিভাবে অসুস্থ হয়ে পড়ে। অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। এখনও চিকিৎসাধীন রয়েছে প্রথম বর্ষের ওই ছাত্রী। এরপরই ঘটনার তদন্তে নামে ইকো পার্ক থানার পুলিশ। রবিবারই অভিযুক্ত ছাত্রকে নিউ টাউন থেকে গ্রেফতার করা হয়। আজ, সোমবার ধৃতকে বারাসাত আদালতে পেশ করা হবে। ওই ছাত্রীর পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, নিউটাউনের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে একসঙ্গে পড়ত ওই ছাত্রছাত্রী। ঘটনার দিন ওই তরুণীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওইদিনই নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিসসূত্রে খবর, ছাত্রীর পরিবার জানিয়েছে, অভিযুক্ত একটি বাড়িতে পেয়িং গেস্ট থাকত। সেখানেই ছেলেটির সঙ্গে দেখা করতে গিয়েছিল মেয়েটি। তারপরই ফাঁকা ঘরে তরুণীর ওপর অত্যাচার চালানো হয়। ইতিমধ্যেই ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। ধর্ষিতা তরুণীর বয়ান খতিয়ে দেখছে পুলিশ।  

ভিডিও স্টোরি