প্রতীকী ছবি
শেষ আপডেট: 4 March 2025 17:38
দ্য ওয়াল ব্যুরো: মাত্র কদিন আগে কলকাতার একটি স্কুলে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল একজন শিক্ষকের বিরুদ্ধে। এবার একই অভিযোগে অভিযুক্ত শহরের অন্য একটি স্কুলের প্রধান শিক্ষক! দাবি, স্কুলের মধ্যেই ছাত্রীকে নিজের ঘরে ডেকে অশালীন আচরণ করেছেন তিনি। বিষয়টি নিয়ে মঙ্গলবার উত্তাল হয় স্কুল চত্বর।
দমদম ভারতীয় বিদ্যামন্দির স্কুলে সোমবার এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। অভিভাবকরা বিষয়টি জানতে পারলে মঙ্গলবার স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান। পরে দমদম থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিভাবকদের একাংশ বলছেন, প্রধান শিক্ষকের চরিত্র ভাল নয়। এর আগেও এমন অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছিল।
নির্যাতিতার পরিবারের দাবি, সোমবার নিজের ঘরে মেয়েকে ডেকেছিলেন প্রধান শিক্ষক। তারপর তার সঙ্গে অসভ্যতা করেন। বুকের জামা ধরে টানেন তিনি, গোপনাঙ্গেও হাত দেন! মেয়ে বাড়ি ফিরে তাঁদের এই কথা জানিয়েছে বলে বক্তব্য তাঁদের। এরপরই স্কুলের অন্যান্য অভিভাবকরা বিষয়টি জানতে পারেন। ওই ছাত্রী অষ্টম শ্রেণির পড়ুয়া।
প্রতিবাদী অভিভাবকরা বলছেন, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে নোংরামো করে চলেছেন। স্কুল কর্তৃপক্ষকে এই বিষয়ে আগে অভিযোগ জানানো হয়েছিল কিন্তু লাভ হয়নি। একাধিক ছাত্রীকেই তিনি এতদিনে যৌন লাঞ্ছনা করেছেন বলেই দাবি করেছেন তাঁরা। তাই এখন আবার এই ঘটনা ঘটায় অভিযুক্তর কড়া শাস্তির দাবি তাঁদের। মঙ্গলবার স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তবে অভিযুক্ত প্রধান শিক্ষকের দেখা মেলেনি।
কদিন আগে টালা আদর্শ বালিকা বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল। দাবি করা হয়েছিল, কম্পিউটার শেখানোর নাম করে তিনি একাধিক ছাত্রীদের গায়ে হাত দেন। অভিযোগ উঠতেই ওই শিক্ষককে সাসপেন্ড করেছে স্কুল কর্তৃপক্ষ। তাঁদের তরফে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষক সরকারি বা স্থায়ী ছিলেন না, চুক্তির ভিত্তিতে কম্পিউটার শেখাতেন। ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদকে বিষয়টি জানিয়ে পুলিশকেও খবর দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।