শেষ আপডেট: 18th March 2024 08:03
দ্য ওয়াল ব্যুরো: মধ্যরাতে বিকট শব্দ। কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল। রাতে ঘুমের মধ্যে ধ্বংসস্তুপে চাপা পড়ে গেলেন অনেকে।
সরু গলি দিয়ে ঢুকে ঘিঞ্জি এলাকাতেই থাকেন প্রচুর মানুষ। তারই আশপাশে গজিয়ে উঠেছে একাধিক বহুতল। গার্ডেনরিচের ১৩৪ নম্বর ওয়ার্ডের তেমনই একটি বাড়ি রবিবার মধ্যরাতে ভেঙে পড়ে। সেই বহুতলের আশপাশে ছিল একাধিক ঝুপড়ি। নির্মীয়মাণ বহুতলটি সেই ঝুপড়িগুলির উপরেই ভেঙে পড়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জন মহিলার। আহত হয়েছেন অনেকে। এই ঘটনাকে ঘিরেই গার্ডেনরিচে বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ উঠেছে।
ঘটনার পরই স্থানীয়দের মধ্যে গ্রাস করেছে আতঙ্ক। প্রশাসনিক উদাসীনতার অভিযোগে সরব হয়েছেন তাঁরা। দীর্ঘদিনের ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসীরা। তাঁদের অভিযোগ, জলাভূমি ভরাট করে একের পর এক নির্মাণ গজিয়ে উঠেছে। এই অভিযোগে কলকাতার পুরসভার মেয়রের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ঘটনার পরই রাতে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন শুভেন্দু। বিপর্যয়ে দ্রুত উদ্ধারকাজের জন্য রাজ্যের মুখ্যসচিব এবং কলকাতা পুলিশ কমিশনারকে অনুরোধ জানান তিনি।
A 5 storey building (illegally constructed) has collapsed at Hazari Mollah Bagan; Garden Reach; Metiabruz, KMC Ward No. 134.
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) March 17, 2024
This particular area falls under the so called 'citadel' of Hon’ble Mayor of Kolkata and Municipal Affairs Minister.
I urge @chief_west, Secretary… pic.twitter.com/tLvRD9QpmN
ঝুপড়ি ঘরগুলিতে মোট কত জন ছিলেন তা নিশ্চিত করে জানা যায়নি। রাতের অন্ধকারে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধারকাজে বেগ পেতে হয়। এছাড়া ঘটনাস্থলে পৌঁছনোর রাস্তা বেশ সংকীর্ণ হওয়ায় বিপর্যয় রাতের অন্ধকারে মোকাবিলা বাহিনী এবং দমকলের পৌঁছতে বেশ কিছুটা সময় লেগে যায়। ভোর থেকে জোরকদমে চলছে উদ্ধারকাজ।
গার্ডেনরিচের বিভিন্ন এলাকাতেই দীর্ঘদিন ধরেই বেআইনি নির্মাণ কাজের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট বহুতলটি তৈরির পরই আশপাশের ঝুপড়ির বাসিন্দারা কাজ বন্ধ করার অনুরোধ করেছিলেন। কিন্তু সেই অনুরোধ কর্ণপাত না করার অভিযোগ করেছেন এলাকাবাসীরা। রবিবারই ওই বহুতলের পাঁচতলার ঢালাইয়ের কাজ হয়েছিল। এরপর রাতেই তার একাংশ ভেঙে পড়ে।