শেষ আপডেট: 23rd March 2024 22:23
দ্য ওয়াল ব্যুরো: গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত্যু হল আরও একজনের। মৃত ৮৫ বছরের মারিয়াম বিবি। এ নিয়ে বহুতল বিপর্যয়ে প্রাণ হারালেন ১২ জন।
সূত্রের খবর, বৃদ্ধাকে শনিবার কলকাতার এসএসকেএমে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। প্রথমে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে বৃদ্ধাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে স্থানান্তর করানো হয় এসএসকেএমে। আইসিইউতে ভর্তি ছিলেন মারিয়াম। শনিবার তাঁর মৃত্যুর খবর জানিয়েছে হাসপাতাল। সূত্রের খবর, হাসপাতালে আরও তিনজনের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থার উন্নতি হলেও আরেকজনের অবস্থাও সংকটজনক।
ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে ধ্বংসস্তূপ থেকে আবদুল রউফ নিজামি ওরফে শেরুকে উদ্ধার করা হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এর ৪৮ ঘণ্টার মধ্যে বৃদ্ধা মরিয়মেরও মৃত্যু হল। যার ফলে বহুতল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২
গার্ডেনরিচ কাণ্ডে ইতিমধ্যেই পুরসভার একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র, ১ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র এবং একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়রকে শোকজ করেছে পুরসভা। বদলি করা হয়েছে আরও চার ইঞ্জিনিয়রকে। সূত্রের খবর, জমির চরিত্র বদল কীভাবে করা হয়েছিল বা আদৌ বদল করা হয়েছিল কি না, বহুতল নির্মাণের ক্ষেত্রে দমকল, সিইএসসি, কলকাতা পুরসভা-সহ যে জায়গাগুলি থেকে বিল্ডিং প্ল্যানের অনুমতি নিতে হয়, সেগুলিও খতিয়ে দেখা হবে। একই সঙ্গে কী দামে ফ্ল্যাটগুলি বিক্রি করা হয়েছিল, বিক্রির ক্ষেত্রে সঠিক পদ্ধতি মানা হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখবে কমিটি।