শেষ আপডেট: 7th March 2025 12:39
দ্য ওয়াল ব্যুরো: সাইবার জালিয়াতিতে লাগাম টানতে লাগাতার কাজ করছে কলকাতা পুলিশ। এবার পর্ণশ্রী থানার নাকের ডগা থেকে দুই প্রতারককে গ্রেফতার করা হল। বেহালার পর্ণশ্রীতে জাল বিছিয়েছিল প্রতারকরা। সেখানেই অভিযান চালিয়ে দু'জনকে পাকড়াও করা হয়। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
পুলিশ গোপন সূত্রে পর্ণশ্রীর ওই অফিসের খবর পায়। জানতে পারে, সেখানে বিভিন্ন অসামাজিক কাজ চলছে। তারপরই বুধবার রাত ৮টা ৩৫ নাগাদ পর্ণশ্রী পল্লির বিবি এন্টারপ্রাইজের অফিসে অভিযান চালায়। দু'জনকে গ্রেফতার করার পাশাপাশি ওই অফিস থেকে ৯২টি সিম কার্ড (সক্রিয় ও নতুন), ২টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মেশিন, ২টি মোবাইল ফোন ও ৪২ হাজার ৩০০ নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
অভিযুক্তদের নাম তন্ময় সরকার (৩৪)। বাড়ি বেহালার সত্যেন রায় রোডে। আর দিনেশ জানা (৪১), বাড়ি যদু ভট্টাচার্য লেন, কালীঘাটে। তাদের বিরুদ্ধে মঙ্গলবার অর্থাৎ অভিযানের আগের দিন সাইবার থানায় একটি মামলা হয়েছিল।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তরা সাইবার প্রতারণার মাধ্যমে মানুষের ব্যক্তিগত ও আর্থিক খুঁটিনাটি চুরি করত। যা পরে জালিয়াতির কাজে লাগত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে জোরকদমে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।