শেষ আপডেট: 3rd December 2021 10:58
দ্য ওয়াল ব্যুরো: পাঁচ বছর আগে কলকাতা পুরভোটে যাঁরা প্রার্থী হয়েছিলেন, তাঁদের মধ্যে প্রায় ৪০০ জনকে ব্ল্যাকলিস্টেড করল নির্বাচন কমিশন। তাঁদের প্রায় সকলেই নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন। রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ২০১৫ সালে কলকাতায় দলে বা নির্দলে যাঁরা প্রার্থী হয়েছিলেন তাঁদের মধ্যে ৩৯২ জনের এবার ভোটে দাঁড়ানোর অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কেন? কমিশনের তরফে বলা হয়েছে, এই চারশ জন গত ভোটে কত টাকা কী ভাবে খরচ করেছিলেন তার হিসেব দেননি। একাধিক বার কমিশনের তরফে তাঁদের নোটিস পাঠিয়ে হিসেব চাওয়া হয়েছিল। কিন্তু তাঁরা সেসব দেননি বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সেইসঙ্গে এবার পুরভোটে ওয়ার্ড পিছু প্রতি প্রার্থীর খরচের ঊর্ধ্বসীমাও বাড়িয়েছে কমিশন। আগে পৌরসভা এলাকায় ভোটার পিছু ছ’টাকা প্রচারে খরচ করা যেত। অর্থাৎ কোনও ওয়ার্ডে যদি পাঁচ হাজার ভোটার হয় তাহলে এক জন প্রার্থী সেই ওয়ার্ডে প্রচারে খরচ করতে পারতেন ৩০ হাজার টাকা। এখন সেটা বাড়িয়ে মাথাপিছু খরচ ৭টাকা করা হয়েছে। অর্থাৎ এখন যদি কোনও পৌর এলাকায় একটি ওয়ার্ডে সাত হাজার ভোটার থাকেন তাহলে একজন প্রার্থী ৪৯ হাজার টাকা খরচ করতে পারবেন। কর্পোরেশন এলাকার ক্ষেত্রে এটা একটু বেশি। ভোটারের সংখ্যা অনুযায়ী গড়ে আট টাকা খরচ করতে পারবেন প্রার্থীরা। তবে ভোটার সংখ্যা বেশি হলেও চার লক্ষ টাকার বেশি একটি ওয়ার্ডে একজন প্রার্থী খরচ করতে পারবেন না। যদিও এ ব্যাপারে নাগরিকদের অনেকে বলেন, এসব বিধি খাতায়-কলমেই থাকে। বাস্তবে তা হয় না। যে ভাবে প্রচারের বৈভব বেড়েছে তাতে সাদা চোখে দেখলেই বোঝা যায় কী বিপুল পরিমাণ টাকা ভোটের সময়ে বড় রাজনৈতিক দলগুলি খরচ করে।