শেষ আপডেট: 20th October 2024 16:05
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার বাসিন্দা হলেও কর্মসূত্রে থাকেন জার্মানিতে। পাঁচ বছর ধরে সেখানে শিক্ষকতার সঙ্গে যুক্ত। দুর্গাপুজো উপলক্ষে জার্মানির বাসিন্দা তিন বন্ধু শিক্ষককে নিয়ে শহরে আসা। কিন্তু আরজি করের ঘটনায় জুনিয়র ডাক্তারদের লড়াইকে বিশ্বের সামনে তুলে ধরতেই অনশন মঞ্চে হাজির আলিপুরের বাসিন্দা রিভু বন্দ্যোপাধ্যায়।
রবিবার সকালেই তিন বিদেশি বন্ধুকে নিয়ে ধর্মতলার অনশন মঞ্চে পৌঁছে গিয়েছিলেন বঙ্গ তনয়। সেখানে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের শারীরিক অবস্থার খুঁটিনাটিও জেনে নেন তাঁরা।
পরে দ্য ওয়ালকে একান্ত সাক্ষাৎকারে রিভু জানান, শুধু কলকাতার ভাল জিনিস তুলে ধরব, খারাপ জিনিস সামনে আনব না এমনটা হতে পারে না। বিশ্ববাসীর কাছে আরজি করের মতো নারকীয় ঘটনা তুলে ধরতেই এদিন ধর্মতলায় আসা।
শিক্ষক রিভু এরপরই রাজ্যের পদক্ষেপের সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ কলকাতার মত জায়গায় এত বড় কাণ্ড ঘটে যাওয়ার পরেও নিশ্চুপ প্রশাসন। কলকাতায় দুর্গাপুজো দেখতে এসেছিলেন। কিন্তু জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের কথা জানতে পেরেই ছুটে এসেছেন।
জার্মানির শিক্ষক আরও জানিয়েছেন, ডাক্তারদের ১০ দফা দাবি খুব সঙ্গত। তাই সরকারের উচিত তাঁদের দাবি মেনে দ্রুত নির্যাতিতার সুবিচারের ব্যবস্থা করা।
রবিবার জুনিয়রদের অনশন ১৬ দিনে পড়েছে। বিকেলেই মহা সমাবেশের ডাক দিয়েছেন অনশনকারীরা। এমন আবহে সকাল থেকেই বহু মানুষ হাজির হচ্ছেন ধর্মতলার মঞ্চে। প্রথম থেকেই নির্যাতিতার সুবিচারের দাবিতে এই আন্দোলনে সাধারণ মানুষকে পাশে থাকার আর্জি জানানো হয়েছে। এদিন রিভুদের উপস্থিতি বুঝিয়ে দিল আন্দোলন শুধুমাত্র দেশ নয়, বিদেশের মাটিতেও ছড়িয়ে দিতে চান জুনিয়র ডাক্তাররা।