দ্য ওয়াল ব্যুরো: প্রায় ২৫০ বছরের পুরনো ঐতিহাসিক ফোর্ট উইলিয়ামের (Fort William) নাম বদলে দিল কেন্দ্রীয় সরকার। ভারতীয় সেনার ইস্টার্ন কম্যান্ডের সদর দফতর হিসেবে পরিচিত এই দুর্গের নতুন নামকরণ করা হয়েছে ‘বিজয় দুর্গ’। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি, তবে প্রশাসনিক মহলে এই পরিবর্তন কার্যকর হয়ে গিয়েছে অনেক আগেই।
প্রতিরক্ষা মন্ত্রকের মুখ্য জনসংযোগ আধিকারিক উইং কমান্ডার হিমাংশু তিওয়ারি জানিয়েছেন, গত বছরের ২ ডিসেম্বরই নাম পরিবর্তনের নির্দেশ আসে। সরকারি ঘোষণা এখনও না হলেও, প্রশাসনিক কাজকর্মে ইতিমধ্যেই ‘বিজয় দুর্গ’ নাম ব্যবহার করা হচ্ছে।