শেষ আপডেট: 9th January 2025 18:51
দ্য ওয়াল ব্যুরো: এবার কলকাতা পুলিশের প্রাক্তন এসিপিই সাইবার প্রতারণার শিকার। লেকটাউনের বসবাসকারী প্রাণ কৃষ্ণ ঘাটা নভেম্বর মাসের ২৬ তারিখ লেকটাউন থানায় একটি অভিযোগ দায়ের করেন।
তাঁর অভিযোগ, কয়েকদিন আগে একটি ফোন পান তিনি। অপরপ্রান্তে থাকা ব্যক্তি নিজেকে রাষ্ট্র ব্যাঙ্কের ম্যানেজার বলে পরিচয় দেন। এরপর ওই ব্যক্তি তাঁকে নিজের কথার জালে ফুঁসলিয়ে নেন।
কেওয়াইসি আপডেট করার অছিলায় মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলে প্রতারক। তারপর মোট ১১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।
প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে, লেক টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পরে এই কেসের তদন্তভার নেয় বিধাননগর সাইবার ডিপার্টমেন্ট। ইতিমধ্যেই এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। একজনের নাম শুভ্রাংশ মাঝি এবং অন্যজন অর্কপ্রভ রায়চৌধুরী।
ধৃতদের ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়ে ঘটনাযর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে বিধাননগর পুলিশ।