শেষ আপডেট: 13th January 2025 13:03
দ্য ওয়াল ব্যুরো: হাইকোর্টে স্বস্তি প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলায় রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট।
ভাটপাড়া থানার পুলিশকে হেনস্থার ঘটনায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল ভাটপাড়া থানার পুলিশ। সেই মামলায় আগের নির্দেশই বহাল রাখলেন বিচারপতি জয় সেনগুপ্ত।
আপাতত বিজেপি নেতার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এই মামলার ফের শুনানি রয়েছে।
ভাটপাড়া পুলিশের দাবি, ব্যারাকপুর থানার পুলিশ কর্মীরা যখন অর্জুন সিংয়ের বাড়িতে নোটিস নিয়ে হাজির হয়েছিলেন, তখন তাঁর দেহরক্ষী এবং অর্জুন সিং নিজে অফিসারদের হেনস্থা করেন।
এই মামলায় তাঁর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে রক্ষকবচ চেয়ে আবেদন করেছিলেন অর্জুন সিং। সেই মামলাতেই আজ বিজেপি নেতাকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট।