শেষ আপডেট: 11th March 2025 16:07
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় (Kolkata) ভুয়ো কল সেন্টার (Fake Call Centre) খুলে প্রতারণা। ট্যাংরা এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার (Arrest) করল পুলিশ। তাদের বিরুদ্ধে লক্ষ-লক্ষ টাকা লুটের অভিযোগ রয়েছে।
কল সেন্টার খুলে দেশের তো বটেই, বিদেশের নাগরিকদেরও তারা প্রতারণা করত বলে জেনেছে পুলিশ। তল্লাশি অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ টাকা, একাধিক ল্যাপটপ, মোবাইল, রাউটার।
ভুয়ো কল সেন্টারের আড়ালে বিদেশি নাগরিকদের ফোন করে নিজেদের বিভিন্ন নামী সংস্থার আধিকারিক বলে পরিচয় দিত প্রতারকরা। তারপর তাদের কথার জালে ফাঁসিয়ে নানা কারণে টাকা চাইত।
শুধু তাই নয়, গ্রাহকদের কম্পিউটার সিস্টেমের নিয়ন্ত্রণও তারা হাতিয়ে নিত। এভাবেই এক বিদেশি নাগরিকের থেকে প্রায় ৯ লক্ষ টাকা লুট করেছিল তারা। এমনটাই জেনেছে পুলিশ।
যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তারা হল - ইয়াসির ইকবাল (৫২), রায়ান ইকবাল (২২), অনুভব শ (২৯), সাইন মহম্মদ (৩২) এবং কার্ট মান্সহারামানি (৩১)। তাদের থেকে একটি রাউটার, একটি হার্ড ডিস্ক, পাঁচটি মোবাইল ফোন, দুটি হেড ফোন এবং মাইক্রোফোন উদ্ধার হয়েছে।
এদের সকলকে মঙ্গলবারই আদালতে পেশ করা হয় এবং পুলিশ তাদের নিজেদের হেফাজতে চেয়েছে।