শেষ আপডেট: 15th February 2025 19:52
দ্য ওয়াল ব্যুরো: চোখের চিকিৎসায় নয়া দিগন্ত কলকাতার শঙ্কর নেত্রালয়ের। এবার একসঙ্গে সেখানে মিলবে পাঁচ পাঁচটি অপ্টোমেট্রি রুম। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। নয়া কক্ষগুলি আধুনিক চক্ষু চিকিৎসায় ব্যবহৃত হবে।
লন্ডনে বসবাসকারী প্রবাসী ফার্মাসিস্ট রথীন বন্দ্যোপাধ্যায় শঙ্কর নেত্রালয়ের চেয়ারম্যান ডা: টি এস সুরেন্দ্রন-এর হাতে এমনই পাঁচটি কক্ষ দান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শঙ্কর নেত্রালয়ের প্রেসিডেন্ট ডা: গিরিশ এস রাও।
৫০ লাখ টাকা খরচ করে অত্যাধুনিক এই অপ্টোমেট্রি রুমগুলি রোগীর স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে তৈরি হয়েছে। চোখের সমস্যা সমাধানের জন্য চিকিৎসার ঘরগুলি যথেষ্ট উপযোগী হবে বলে শংকর নেত্রালায় কর্তৃপক্ষ সূত্রে খবর।
রথীনবাবু ফার্মেসি নিয়ে নিউ ক্যাসল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তিনি রয়্যাল ফার্মাসিউটিক্যাল সোসাইটি'র সদস্য ও চার্টার্ড ফার্মাসিস্ট। লন্ডনের ম্যুরফিল্ডস চক্ষু হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল ফার্মাসিস্ট রথীন বন্দ্যোপাধ্যায় ২৭ বছর ধরে ওইকর্মরত ছিলেন। তাঁর বর্ণময় কর্মজীবনে কলকাতায় চোখের চিকিৎসার জন্য অনেক অর্থব্যয় করেছেন। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে তাঁর অবদান অনস্বীকার্য।
১৯৭৮ সাল থেকেই চোখের চিকিৎসায় মানুষের কাছে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান শঙ্কর নেত্রালয় চেন্নাইতে কাজ করে চলেছে। তবে ২০০৯ সালে কলকাতার ইএম বাইপাস লাগোয়া মুকুন্দপুরে গড়ে ওঠে শঙ্কর নেত্রালয়ের কলকাতায় প্রথম চোখের হাসপাতাল। বিগত দশকে নিউ টাউনে শুরু হয় হাসপাতালের নতুন শাখা কমল নয়ন বাজাজ শঙ্কর নেত্রালয়।