শেষ আপডেট: 24th January 2025 20:46
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে বিমানবন্দর (কলকাতা এয়ারপোর্ট) স্টেশনের মধ্যে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। যে অংশে ট্রায়াল রান হয়েছে সেই ৭.০৪ কিলোমিটার অংশের মধ্যেই প্রথমবার বাণিজ্যিক পরিষেবা চালু করার কথা ভাবছে মেট্রো কর্তৃপক্ষ। তার প্রথম ধাপ শুক্রবার সম্পূর্ণ হয়েছে।
প্রজাতন্ত্র দিবস আগামী রবিবার। তার আগে মেট্রো কর্তৃপক্ষ সুখবরই শুনিয়েছে কলকাতাবাসীকে। শুক্রবারের এই ট্রায়াল রানে বেলা ১২টা ৯ মিনিটে নোয়াপাড়া থেকে একটি রেক রওনা দেয়। বেলা ১২টা ৩১ মিনিটে বিমানবন্দর স্টেশনে পৌঁছয় সেটি। ফিরতি মেট্রো দুপুর ১টা ৫৭ মিনিটে বিমানবন্দর স্টেশন থেকে ছাড়ে। যা দুপুর ২টো ২১ মিনিটে পৌঁছয় নোয়াপাড়ায়।
এই লাইনে মোট ৪টি স্টেশন রয়েছে। নোয়াপাড়া, দমদম ক্যানটনমেন্ট, যশোর রোড এবং বিমানবন্দর। আর এই বিমানবন্দরের মেট্রো স্টেশন এশিয়ার সবথেকে বড় আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন হতে চলেছে। এই স্টেশন অরেঞ্জ (নিউ গড়িয়া থেকে বিমানবন্দর) এবং ইয়োলো লাইনের যোগসূত্রও হতে চলেছে।
বিমানবন্দর স্টেশনটিরই আলাদা কিছু বিশেষত্ব থাকতে চলেছে। এই স্টেশনে মোট পাঁচটি প্ল্যাটফর্ম থাকছে। প্রতিটির দৈর্ঘ্য ১৮০ মিটার। স্টেশনে ছ'টি সিঁড়ি আছে। প্ল্যাটফর্ম এবং কোনকোর্সের মধ্যে ছ'টি লিফট এবং ১২টি এসক্যালেটর রয়েছে।
এর পাশাপাশি স্টেশনে দুটি সাবওয়ে আছে। একটি যশোর রোড থেকে বিমানবন্দর মেট্রো স্টেশনকে যুক্ত করবে। অন্যটি কলকাতা বিমানবন্দরকে যুক্ত করবে জয় হিন্দ মেট্রো স্টেশনকে। এই স্টেশনের কোনকোর্স এলাকার দৈর্ঘ্য হল ১৪ হাজার ৬৪৫ স্কোয়ার মিটার।