শেষ আপডেট: 6th January 2025 15:47
দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিকে ইডির নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন করল ব্যাঙ্কশাল আদালত। সোমবার কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধেই প্রথম চার্জ গঠন হল বলে খবর।
সোমবার ব্যাঙ্কশাল কোর্টে ভার্চুয়ালি পেশ করা হয় অসুস্থ কালীঘাটের কাকুকে। বিচারক স্পষ্ট জানান, এই মামলায় মোট ৫৪ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনের যথেষ্ট প্রমাণ রয়েছে। সে কারণেই প্রথম সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জ গঠনের কাজ শুরু হয়েছে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের চার নম্বর ধারায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।
এদিন বিচারক সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে প্রশ্ন করেন তিনি দোষী না নির্দোষ? সেই প্রশ্নে কালীঘাটের কাকু জানান, তিনি সম্পূর্ণ নির্দোষ। এরপরই বিচারক বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে তথ্যপ্রমাণ আদালতে জমা করেছে তা থেকে পরিষ্কার এই মামলায় দুর্নীতি হয়েছে। পাশাপাশি এদিন ব্যাঙ্কশালে ইডির বিশেষ আদালতের বিচারক সুজয় কৃষ্ণের কাছে জানতে চান, তাঁর শারীরিক অবস্থা কেমন আছে? এরপর নিয়মিত রিপোর্ট জামা দেওয়ার নির্দেশ দেন তিনি। জানা যাচ্ছে, এদিন সুজয় কৃষ্ণ ভদ্র ছাড়াও মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জগঠন হবে। সেই তালিকায় পার্থ চট্টোপাধ্যায়েরও নাম রয়েছে।
গত সোমবারই বিচার ভবনে হাজিরা দিতে যাওয়ার কথা ছিল সুজয়কৃষ্ণ ভদ্রের। কিন্তু সেদিনই অসুস্থতা বেড়ে যাওয়ায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন 'কাকু'।
এমনিতেই তিনি অনেক দিন ধরে অসুস্থ বলে দাবি করে আসছেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ার কারণে তাঁকে আদালতে হাজিরা করানো যাচ্ছিল না। সোমবারের মতো বৃহস্পতিবারও চার্জ গঠন প্রক্রিয়ার শুনানি ধাক্কা খেলেও সপ্তাহ ঘুরতেই সোমবার চার্জ গঠন করল ব্যাঙ্কশাল আদালত।
বর্তমানে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রকে। যদিও সূত্রের খবর, তাঁর হৃদরোগজনিত কোনও অসুস্থতার লক্ষণ মেলেনি।