শেষ আপডেট: 10th November 2024 23:12
দ্য ওয়াল ব্যুরো: ভর সন্ধেবেলায় বেলঘরিয়ার ফিডার রোডে গুলি চলল। ছিনতাই করে পালানোর সময় বাইক আরোহী দুষ্কৃতীর পিছু ধাওয়া করেন স্থানীয়রা। এক দুষ্কৃতীকে ধরে ফেললে আরেক দুষ্কৃতী ২ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। তারপর বাইকে করে খড়দার দিকে চম্পট দেয় ওই দুই দুষ্কৃতী। এমনই দাবি স্থানীয়দের।
ফিডার রোডের মতো জনবহুল এলাকায় গুলি চলায় আতঙ্কে এলাকার বাসিন্দারা। এর আগেও বেলঘরিয়ায় ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চলেছিল। স্থানীয়দের সূত্রে খবর, দক্ষিণেশ্বর থানা এলাকায় হার ছিনতাইয়ের পর দুই দুষ্কৃতী মটর বাইকে করে ফিডার রোড ধরে পালাচ্ছিল।
সেই সময় রথতলার কাছে সিপিএম-এর দলীয় কার্যালয়ের সামনে তাদের ধাওয়া করছিলেন দু'জন মটরবাইক আরোহী। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে দুষ্কৃতীদের বাইকটি পড়ে যায়। তাদের একজনকে পাকড়াও করে উত্তেজিত জনতা। সেই সময় ওপর এক দুষ্কৃতী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দু'-রাউন্ড গুলিচালায়। এমন অবস্থায় পাকড়াও করা সঙ্গীকে নিয়ে খড়দার দিকে পালিয়ে যায়। এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে।
যেহেতু রবিবার। তার ওপর জগদ্ধাত্রী পুজো, সেহেতু প্রচুর লোকজন রাস্তায় ছিল। হঠাৎ গুলির শব্দে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। জানা যাচ্ছে, ইতিমধ্যেই বেলঘরিয়া ও দক্ষিণেশ্বর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ তদন্তকারীদের হাতে এসেছে। সেই সূত্র ধরেই তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন তাঁরা।
প্রসঙ্গত, জুন মাসে ব্যারাকপুরের ব্যবসায়ীর ওপর ভর দুপুরে গুলি চালানো হয়েছিল। ঘটনার বেশ কয়েক মাস কেটে যেতেই ফের ওই ঘটনার ঘটনাস্থল থেকে কয়েক মিটার দূরে আবার গুলি চলল।