শেষ আপডেট: 30th October 2024 16:44
দ্য ওয়াল ব্যুরো: সামনেই ছট পুজো। প্রতি বছরের মতো এ বছরেও পুজোর জন্য একাধিক ঘাটের ব্যবস্থা করছে কলকাতা পুরসভা। এনজিটির নির্দেশ মতো রবীন্দ্র সরোবর লেক বন্ধ রাখা হচ্ছে। সেখানে ছট পুজোর কোনও কাজ হবে না। তবে কলকাতা পুরসভার তরফে কৃত্রিম জলাধার করা হয়েছে ছটি।
বুধবার ছট পুজো নিয়ে কলকাতা পুরসভার জরুরি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন রেল, পোর্ট ট্রাস্ট, পিডাবলুডি, দমকল, সিইএসসি, নেভি এবং কলকাতা পুলিশের আধিকারিকরা। কীভাবে কাজ করবে প্রশাসন তার রূপরেখা ঠিক করতেই এই বৈঠক হয়। গঙ্গার ঘাট ছাড়াও বিভিন্ন ঝিল ও জলাশয়ে ঘাট সহ উপযুক্ত পরিকাঠামো তৈরির ব্যাপারেও আলোচনা হয়েছে।
মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কেএমডিএ-র ৪০টি ঘাট রয়েছে এছাড়া কলকাতা পুরসভা অস্থায়ীভাবে ১৮টি ঘাট তৈরি করবে। পাশাপাশি স্থায়ীভাবে রয়েছে ২২টি ঘাট। অন্যদিকে দই ঘাটেও অন্যান্য বছরের মতোই ব্যবস্থাপনা করবে কলকাতা পুরসভা। তবে তক্তা ঘাটে কাজের জন্য নেভির অনুমতি প্রয়োজন ছিল, তা নেওয়া হয়েছে বলেই জানান তিনি।
ছট পুজোতে কোনও ঘাটে এসে যাতে কারও কোনও সমস্যা না হয়, কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য আগে থেকে যে সব ঘাটে শ্যাওলা বা নোংরা জমে আছে সেগুলি পরিষ্কার করে দেওয়া হবে বলেই নিশ্চিত করেছেন মেয়র। তিনি এও জানান, ঘাটগুলিতে পর্যাপ্ত আলো এবং নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হবে।
যে সব ঘাটে ছট পুজোর কাজ হবে সেই চত্বরের রেল চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার অর্থাৎ ৭ তারিখ বিকেল থেকে ৮ তারিখ, শুক্রবার সকালে যতক্ষণ না পর্যন্ত পুজোর কাজ শেষ হয় ততক্ষণ রেল চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুরসভা ও পুলিশ ব্যারিকেড তুলে নিলে রেল চলাচল স্বাভাবিক হবে।