শেষ আপডেট: 29th January 2025 16:55
একাধিক জায়গায় বাড়ি হেলে পড়ার ঘটনা নিয়ে ইতিমধ্যেই চাপে রয়েছে কলকাতা পুরসভা। বাঘাযতীন, ট্যাংরার ঘটনা স্বাভাবিকভাবেই বিতর্ক বাড়িয়েছে। এই অবস্থায় বুধবার পুরসভায় নিজের ঘরে হরিয়ানার একটি সংস্থার দুই প্রতিনিধির সঙ্গে বিশেষ বৈঠক করেছেন মেয়র ফিরহাদ হাকিম। এই সংস্থা মূলত হেলে পড়া বাড়ি লিফ্টিং করে।
বাঘাযতীনের ঘটনায় হরিয়ানার এক সংস্থার নাম জড়িয়েছিল। তবে বুধবার মেয়রের সঙ্গে যে সংস্থার বৈঠক হয়েছে তার সঙ্গে বাঘাযতীনের ওই সংস্থার কোনও সম্পর্ক নেই। এটি আলাদা সংস্থা। বৈঠক যদি ইতিবাচক হয় তবে এই সংস্থাই কলকাতার হেলে পড়া বাড়িগুলি সোজা করার কাজ করবে।
সূত্রের খবর, পুরসভায় হরিয়ানার ওই সংস্থার দুই কর্মীর সঙ্গে আরও দুজন বৈঠকে ছিলেন। তাঁরা ট্রান্সলেটরের কাজ করছিলেন যাতে ভাষার কারণে কোনওরকম ভুল বোঝাবুঝি না হয়। আর কোনও বিপর্যয় ছাড়া হেলে পড়া বাড়িগুলি কীভাবে আবার সোজা করা যায়, মূলত সেই নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে।
গার্ডেন রিচের বাড়ি ভেঙে পড়া থেকে, বাঘাযতীন, ট্যাংরায় আবাসন হেলে যাওয়া... পরপর বাড়ি বিপর্যয় নিয়ে স্বাভাবিকভাবেই চাপে রয়েছে কলকাতা পুরসভা। তবে ইতিমধ্যে বেশকিছু ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। বাড়ি নির্মাণ নিয়ে একগুচ্ছ নির্দেশিকাও জারি করেছে পুরসভা। পাশাপাশি বাড়ি নির্মাণের জন্য নয়া পরিকল্পনার ভাবনাও নেওয়া হয়েছে।
নয়া নিয়ম অনুসারে, আধ কাঠা জমির ওপর বাড়ি নির্মাণ করতে চাইলে বাড়ির মালিকদের নকশা অনুমোদনের ক্ষেত্রে বিশেষ আর্থিক ছাড় দেবে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। একইসঙ্গে, নতুন বিল্ডিং নিয়ম চালু হলে কলোনি জমিতেও বিশেষ ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। কলকাতা পুরসভা মনে করছে, এই নতুন নিয়ম চালু হলে সাধারণ মানুষ আইনি বৈধতা মেনেই বাড়ি তৈরি করতে পারবেন এবং তাতে পরে ভোগান্তি হবে না।