শেষ আপডেট: 9th November 2024 23:29
দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় ফের বড়সড় অস্ত্র ভাণ্ডারের হদিশ পেল কলকাতা পুলিশ। সূত্রের খবর, শবিবার সন্ধেয় শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের পিছনে বৈঠকখানা রোডে এই অস্ত্রভাণ্ডারের খোঁজ পেয়েছে পুলিশ। ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ।
কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এদিন বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে বৈঠকখানা এলাকায় তল্লাশি চালায়। গোপন সূত্রে পুলিশ জানতে পারে, মুঙ্গের থেকে অস্ত্র পাচার হচ্ছে কলকাতায়। খবর পেতেই শিয়ালদহের ব্যস্ত জায়গায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। সূত্রের খবর, তল্লাশি চালিয়ে পাঁচটি আগেয়াস্ত্র ও ৯০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে লালবাজারে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। তবে কোথা থেকে এত বিপুল পরিমাণ অস্ত্র এল, কোথায় তা পাঠানো হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এদিন বৈঠক খানা রোডে আগ্নেয়াস্ত্র পাচারের পরিকল্পনা ছিল অভিযুক্তর। পুলিশকে দেখা মাত্র ভয় পেয়ে পালাতে গেলেই তাকে পাকড়াও করা হয় বলে বলে খবর। জানা গিয়েছে বিহারের বাসিন্দা ধৃত মহম্মদ ইসমাইল রাজাবাজারে থাকত। আগেয়াস্ত্র কারও হাতে তুলে দিতেই এদিন বৈঠকখানা রোডে গেছিল সে।
ঘটনার পিছনে আর কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যে সিজার লিস্ট তৈরি করে আগেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে গোয়েন্দা বিভাগ। ভরসন্ধেবেলা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।