স্টেশন সূত্রে খবর, ব্লু লাইনের দিকে প্ল্যাটফর্মের মাঝামাঝি চলমান সিঁড়ির নীচের একটি ঘরে ধোঁয়া বেরোতে দেখা যায়।
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ধোঁয়া - নিজস্ব ছবি
শেষ আপডেট: 26 May 2025 12:47
দ্য ওয়াল ব্যুরো: ব্যস্ত সময়ে আগুন-আতঙ্ক ছড়াল এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে (Esplanade Metro Station)। সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ডাউন প্ল্যাটফর্মের একটি প্যানেল থেকে ধোঁয়া বেরোতে (Fire Panic) দেখা যায়। স্টেশনে যদিও তখন আপ বা ডাউন লাইনে কোনও ট্রেন ছিল না। মেট্রো স্টেশন কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্টেশন সূত্রে খবর, ব্লু লাইনের (Blue Line) দিকে প্ল্যাটফর্মের মাঝামাঝি চলমান সিঁড়ির নীচের একটি ঘরে ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছন স্টেশনের আধিকারিকরা। যে ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছিল তাতে অনেক বৈদ্যুতিক যন্ত্রপাতি রাখা ছিল। তাই বড়সড় কোনও ঘটনা ঘটার আশঙ্কা ছিল। কিন্তু স্বস্তির বিষয়, তেমন কিছু হয়নি।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন তাঁরা। এই ঘটনার জন্য ট্রেন পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটেনি বলেও দাবি তাঁদের। তবে হঠাৎ কী ভাবে এই ধোঁয়া বেরল, ভিতরের ঘরে কোনও আগুন লেগেছিল কিনা, সে বিষয় খতিয়ে দেখা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় সাধারণ যাত্রীরাও আতঙ্কিত। কারণ ওই সময়ে প্রচুর মানুষ স্টেশনের মধ্যে ছিলেন।
সাম্প্রতিক সময়ে কলকাতা মেট্রোর পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। কোথাও ট্রেন লেট, কোথাও একই স্টেশনে বহুক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকার ঘটনা ঘটেছে। আবার কোথাও ট্রেনের দরজা না বন্ধ হওয়ার ঘটনাও ঘটতে দেখা গেছে। তবে এভাবে আগুন-আতঙ্ক ছড়িয়ে পড়ার ঘটনা হালে ঘটেনি। যদিও সোমবারের ঘটনা সম্পর্কে প্রথমে কোনও ধারণাই হয়নি সাধারণ যাত্রীদের। কিন্তু স্টেশন কর্মী এবং আধিকারিকদের তৎপরতা দেখে আতঙ্কিত হন তাঁরা।